ব্যাঙ্ক জালিয়াতদের কবলে শহরের বাসিন্দারা, ভিন রাজ্যে গিয়ে খোয়ালেন ৪২ হাজার টাকা !

Last Updated:
#কলকাতা: ভিন রাজ্যে গিয়ে একজন খুইয়েছেন প্রায় ৪২ হাজার টাকা। এটিএম কার্ড বন্ধের হুমকি দিয়ে অন্যজনের কাছে আসছে অনবরত ফোন। ব্যাঙ্ক জালিয়াতদের কবলে শহরের দুই প্রান্তের দুই বাসিন্দা।
উত্তর কলকাতার হাতিবাগানের বাসিন্দা দেবলীনা দত্ত। সম্প্রতি পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন হিমাচল প্রদেশে। কলকাতা থেকেই বুকিং করেছিলেন হিমাচল প্রদেশ পর্যটন দফতরের অন্তর্গত হোটেল। পরিবারের স্বাচ্ছন্দ্যকে মাথায় রেখে গত ২৭ অক্টোবর চন্ডীগড় থেকে সিমলা যাওয়ার পথে রাস্তা থেকেই ফোন করেন হোটেলে। অভিযোগ, ওই নম্বরে তাঁর ফোনকে দীর্ঘায়িত করা হয়। চাপ দেওয়া হয় অগ্রিম টাকা পাঠানোর জন্য। শেষপর্যন্ত ফোনে একটি গুগল শিট ভরে দেওয়ার জন্য লিঙ্ক পাঠানো হয় ৷ সেখানে নিজের ডিটলস লিখে দিতেই ৪২ হাজার টাকা হাওয়া দেবলীনার !
advertisement
বেহালার সখেরবাজারের বাসিন্দা অভীক রায়। চাকরি করেন সেক্টর ফাইভের এক বেসরকারি সংস্থায়। অভিযোগ, কার্ড বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে অনবরত ফোন আসছে তাঁর কাছে। কলকাতা-সহ রাজ্যে শাখা বাড়ছে ব্যাঙ্ক জালিয়াত চক্রীদের। ইতিমধ্যেই লালবাজারে অভিযোগ দায়ের করেছেন দেবলীনা এবং অভীক। তদন্তের আশ্বাস পুলিশের।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ব্যাঙ্ক জালিয়াতদের কবলে শহরের বাসিন্দারা, ভিন রাজ্যে গিয়ে খোয়ালেন ৪২ হাজার টাকা !
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement