Bangladeshi Trespasser Held: নেই বৈধ কাগজপত্র, শিয়ালদহ চত্বরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরির সময় পুলিশের জালে সন্দেহভাজন বাংলাদেশি মহিলা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Amit Sarkar
Last Updated:
Bangladeshi Trespasser Held:বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। ধৃতের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ।
কলকাতা : ফের শহরে পুলিশের জালে ধরা পড়ল এক সন্দেহভাজন বাংলাদেশি। শনিবার এনআরএস হাসপাতালের কাছ থেকে এন্টালি থানার পুলিশ গ্রেফতার করে এক বাংলাদেশি মহিলাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম বেবি বিশ্বাস। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। ধৃতের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা যায় তিন চার দিন আগে সীমান্ত পেরিয়ে এসেছেন বেবি। শিয়ালদহ এলাকায় একটি গেস্ট হাউসে ছিলেন তিনি। পরে থানায় নিয়ে গিয়ে জেরা করার সময় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, জেরায় ওই মহিলা জানান তিনি বসিরহাট দিয়ে এ দেশে ঢোকেন। তার পর মুম্বই চলে গিয়েছিলেন কাজ পাওয়ার আশায়। কিন্তু সেখানে কাজ পাননি। এর পর পুলিশের হাত থেকে বাঁচার জন্য ফের ট্রেন ধরে মুম্বই থেকে কলকাতায় আসেন।
advertisement
আরও পড়ুন : কলকাতার নামী বেসরকারি মেডিক্যাল কলেজের সঙ্গে প্রায় ১৫ কোটি টাকার প্রতারণা! পুলিশের জালে ১
শনিবার বিকেলের পর থেকে শিয়ালদহ স্টেশন চত্বর ও এনআরএস হাসপাতালের সামনে উদ্দেশ্যহীনভাবে ঘুরছিলেন ওই মহিলা। এনআরএস আউটপোস্টে কর্তব্যরত পুলিশকর্মীর নজরে আসে ওই মহিলা। তাঁকে আউটপোস্টে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতেই পুলিশকে ওই মহিলা জানান তিনি বাংলাদেশ থেকে এসেছেন।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 05, 2025 12:40 AM IST