Bangladeshi Trespasser Held: নেই বৈধ কাগজপত্র, শিয়ালদহ চত্বরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরির সময় পুলিশের জালে সন্দেহভাজন বাংলাদেশি মহিলা

Last Updated:

Bangladeshi Trespasser Held:বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। ধৃতের বিরুদ্ধে ফরেনার্স অ‍্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ।

News18
News18
কলকাতা : ফের শহরে পুলিশের জালে ধরা পড়ল এক সন্দেহভাজন বাংলাদেশি। শনিবার এনআরএস হাসপাতালের কাছ থেকে এন্টালি থানার পুলিশ গ্রেফতার করে এক বাংলাদেশি মহিলাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম বেবি বিশ্বাস। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। ধৃতের বিরুদ্ধে ফরেনার্স অ‍্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা যায় তিন চার দিন আগে সীমান্ত পেরিয়ে এসেছেন বেবি। শিয়ালদহ এলাকায় একটি গেস্ট হাউসে ছিলেন তিনি। পরে থানায় নিয়ে গিয়ে জেরা করার সময় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, জেরায় ওই মহিলা জানান তিনি বসিরহাট দিয়ে এ দেশে ঢোকেন। তার পর মুম্বই চলে গিয়েছিলেন কাজ পাওয়ার আশায়। কিন্তু সেখানে কাজ পাননি। এর পর পুলিশের হাত থেকে বাঁচার জন‍্য ফের ট্রেন ধরে মুম্বই থেকে কলকাতায় আসেন।
advertisement
আরও পড়ুন : কলকাতার নামী বেসরকারি মেডিক্যাল কলেজের সঙ্গে প্রায় ১৫ কোটি টাকার প্রতারণা! পুলিশের জালে ১
শনিবার বিকেলের পর থেকে শিয়ালদহ স্টেশন চত্বর ও এনআরএস হাসপাতালের সামনে উদ্দেশ্যহীনভাবে ঘুরছিলেন ওই মহিলা। এনআরএস আউটপোস্টে কর্তব্যরত পুলিশকর্মীর নজরে আসে ওই মহিলা। তাঁকে আউটপোস্টে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতেই পুলিশকে ওই মহিলা জানান তিনি বাংলাদেশ থেকে এসেছেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bangladeshi Trespasser Held: নেই বৈধ কাগজপত্র, শিয়ালদহ চত্বরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরির সময় পুলিশের জালে সন্দেহভাজন বাংলাদেশি মহিলা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement