Private Medical College: কলকাতার নামী বেসরকারি মেডিক্যাল কলেজের সঙ্গে প্রায় ১৫ কোটি টাকার প্রতারণা! পুলিশের জালে ১
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Amit Sarkar
Last Updated:
Private Medical College: হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ১৪.৯২ কোটি টাকা রাজীবের অ্যাকাউন্টে জমা দেন তাঁরা। কিন্তু অভিযোগ, এর পরও কোনও কাজ হয়নি । পরে কর্তৃপক্ষ বুঝতে পারেন যে তাঁরা প্রতারণার শিকার।
কলকাতা : বড়সড় প্রতারণার শিকার যাদবপুরের কেপিসি মেডিক্যাল কলেজ। অভিযোগ, এক প্রতারকের পাল্লায় পড়ে প্রায় ১৫ কোটি টাকা খোয়াতে হয়েছে এই বেসরকারি মেডিক্যাল কলেজকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে জনৈক রাজীব ঘোষ নিজেকে ঠিকাদার বলে পরিচয় দিয়ে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে বলেন যে তিনি হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন করে দেবেন। অভিযোগ, সেই মোতাবেক ভুয়ো নথি দেখিয়ে কাজের টেন্ডার তোলেন রাজীব। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ১৪.৯২ কোটি টাকা রাজীবের অ্যাকাউন্টে জমা দেন তাঁরা। কিন্তু অভিযোগ, এর পরও কোনও কাজ হয়নি । পরে কর্তৃপক্ষ বুঝতে পারেন যে তাঁরা প্রতারণার শিকার।
আরও পড়ুন : আরজিকর চিকিৎসক ধর্ষণ ও খুন কাণ্ডে অভিযুক্তর সর্বোচ্চ সাজার আবেদন নির্যাতিতার পরিবারের
রাজীবের বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করে হাসপাতাল। অবশেষে পুলিশের জালে গ্রেফতার হয়েছে রাজীব। ধৃত রাজীবকে আদালতে পেশ করা হয় শনিবার। ১০ জানুয়ারি পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত। অভিযোগ নিজের অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের ওই অর্থ একাধিক অ্যাকাউন্টে সরিয়ে ফেলেছেন এই ‘ভুয়ো প্রতারক’।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 04, 2025 10:58 PM IST