'স্যর, আমি শান্তা...' নিজের কী পরিচয় দিয়ে থানায় ঢুকেছিলেন বাংলাদেশি মডেল শান্তা! যা মিলল, শুনে আঁতকে উঠবেন
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:Rounak Dutta Chowdhury
Last Updated:
কলকাতার যাদবপুরের বিক্রমগড় থেকে গ্রেফতার হয়েছেন বাংলাদেশি মডেল শান্তা পাল। পুলিশের অভিযোগ তিনি নিজের পরিচয় গোপন করেই এতদিন এই রাজ্যে বসবাস করছিলেন। এমনকি কলকাতার বাসিন্দা পরিচয় দিয়েই থানার দ্বারস্থ হয়েছিলেন এই মডেল।
কলকাতা: কলকাতার যাদবপুরের বিক্রমগড় থেকে গ্রেফতার হয়েছেন বাংলাদেশি মডেল শান্তা পাল। পুলিশের অভিযোগ তিনি নিজের পরিচয় গোপন করেই এতদিন এই রাজ্যে বসবাস করছিলেন। এমনকি কলকাতার বাসিন্দা পরিচয় দিয়েই থানার দ্বারস্থ হয়েছিলেন এই মডেল। কলকাতার বাসিন্দা পরিচয় দিয়েই ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ করেছিলেন শান্তা পাল। জানিয়েছিলেন তিনি নিউ আলিপুরে একটি ফ্ল্যাট কিনেছেন। অন্দরসজ্জা করাতে গিয়ে আর্থিক প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি জানিয়েছিলেন তিনি।
জেনারেল ডায়রি করে এফআইআর করার আবেদনও জানান শান্তা। কিন্তু, এক ব্যক্তির নামে অভিযোগ জানান শান্তা, অভিযুক্ত আশরাফ নামে যুবকের বিরুদ্ধে ভারত এবং বাংলাদেশ দুই দেশের নাগরিকত্ব থাকার অভিযোগ জানান। এরপরেই তদন্তে নামে পুলিশ। তদন্তে উঠে আসে শান্তা এবং আশরাফের সম্পর্কের কথা।
advertisement
advertisement
পুলিশ জানতে পেরেছে, আড়াই বছর আগে এই শহরের এক শপিং মলে এক বন্ধুর মারফত আলাপ হয় শান্তা এবং আশরাফের। তারপর থেকেই কথা শুরু। একটি কোর্স করতে বেশ কয়েকবার কলকাতায় আসেন ওই যুবক। এরপরেই বাংলাদেশি মডেলের সঙ্গে ধীরে ধীরে সম্পর্কে জড়িয়ে পড়েন আশরাফ। কলকাতায় থাকার পরিকল্পনা থাকার কারণেই নিউ আলিপুরে ফ্ল্যাট কেনেন আশরাফ।
advertisement
পুলিশ গ্রেফতার করতে আসার সময়ে তিনি জানতে পারেন এই ভুয়ো পরিচয় পত্রের কথা। ভুয়ো পরিচয় পত্র যারা বানিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে সরব আশরাফ। তারা যদি না বানিয়ে দিত তাহলে এই ধরনের কোন ঘটনাই ঘটত না বলে দাবি ওই যুবকের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 03, 2025 3:51 PM IST