বন্ডেলগেটে দে'জ মেডিক্যাল কারখানায় ভয়াবহ আগুন! এবার বেতন নিয়ে শুরু নতুন আশঙ্কা

Last Updated:

এবার মাইনে দেওয়া হবে কি না, সেই বিষয়েও সংশয় প্রকাশ করছেন তাঁরা। একটা বিশাল ক্ষতি হয়েগিয়েছে এর ফলে। সরু গলি, চারিদিকে বহুতল ফলে আগুন নেভাতে বেগ পেতে হয়েছিল দমকল কর্মীদের।

৮ মাস ধরে বন্ধ কম্পানিতে বেতন পেতেন অর্গ্নিকান্ডের পর এবার সংশয়! 
৮ মাস ধরে বন্ধ কম্পানিতে বেতন পেতেন অর্গ্নিকান্ডের পর এবার সংশয়! 
কলকাতা: শনিবার দুপুর তিনটে নাগাদ আগুন লাগে বালিগঞ্জের বন্ডেল রোডের দে’জ মেডিক্যালে। মূলত ওষুধ ও নানান প্রসাধনী তৈরির প্রসিদ্ধ প্রতিষ্ঠান এটি। প্রায় ৭-৮ ঘণ্টা পর আগুন নেভানো সম্ভব হয়।
এই কোম্পানিতে কাজ করা কর্মীরা জানাচ্ছেন, বিগত ৮  মাস ধরে কোম্পানি বন্ধ ছিল। ৮ মাস ধরেই সংস্কারের কাজ চলছিল। অথচ এই ৮ মাস ধরেই পুরো মাইনে দেওয়া হত কর্মীদের। এই অগাস্ট মাসেই কম্পানি পরিদর্শন করতে আসতেন বিদেশি এক সংস্থা। সেই জন্যেই নতুন করে সংস্কারের কাজ চলছিল। এই অগাস্ট মাস থেকেই কর্মীরাও কাজে জয়েন করতে পারবে বলে জানানো হয়েছিল কম্পানি কর্তৃপক্ষের তরফ থেকে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনার পর আর কোনও আশা দেখছে না কর্মীরা।
advertisement
এবার মাইনে দেওয়া হবে কি না, সেই বিষয়েও সংশয় প্রকাশ করছেন তাঁরা। একটা বিশাল ক্ষতি হয়েগিয়েছে এর ফলে। সরু গলি, চারিদিকে বহুতল ফলে আগুন নেভাতে বেগ পেতে হয়েছিল দমকল কর্মীদের। প্রায় সন্ধে ৭ টা নাগাদ দমকলের এ ডি জি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, কোনও হতাহতের সংখ্যা নেই তবে একজন দমকল কর্মী কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন , তাকে তড়িঘড়ি হাসপাতলে নিয়ে যাওয়া হয়েছিল। এসির মেকানিকরা যাঁরা গতকাল সকাল থেকে এসি ইন্সটল করছিলেন সেই প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছিলেন এসি ইন্সটল করার কাজ চলছিল, আরও নানান ইলেকট্রিকের কাজ হচ্ছিল হঠাৎ করেই আগুন লাগে। আগুন লেগেছে দেখেই তারা প্রাণভয়ে দৌড়াদৌড়ি করে বেরিয়ে আসেন।
advertisement
advertisement
ঘটনার পরের দিন রবিবার সকালে দমকল কর্মী ও পুলিশ পাহারা দিচ্ছে। যাতে করে কেউ ভেতরে ঢুকতে না পারে। আজ ফরেন্সিক টিম আসার কথা রয়েছে। ফরেন্সিক টিম এসে ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করবে। সেই সমস্ত নমুনা ল্যাবে নিয়ে গিয়ে পরীক্ষা করা হবে। তারপরেই রিপোর্ট হাতে পেলে জানা যাবে ঠিক কী করণে আগুন লেগেছিল।
বাংলা খবর/ খবর/কলকাতা/
বন্ডেলগেটে দে'জ মেডিক্যাল কারখানায় ভয়াবহ আগুন! এবার বেতন নিয়ে শুরু নতুন আশঙ্কা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement