Bangladesh Vijay Diwas: ১৬ ডিসেম্বর কলকাতায় আসছে বাংলাদেশের প্রতিনিধি দল! বিজয় দিবস পালিত হবে অন্যান্য বারের মতোই
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Bangladesh Vijay Diwas: আগামী ১৬ ডিসেম্বর রয়েছে বাংলাদেশের বিজয় দিবস। সেই দিনের ইতিহাস স্মরণ করে কলকাতায় ফোর্ট উইলিয়ামে প্রতি বছরই আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান।
কলকাতা: কলকাতায় অনুষ্ঠিতব্য বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের একটি প্রতিনিধি দল কলকাতায় আসছে। সূত্রের খবর, আগামী ১৬ তারিখ বিজয় দিবসের অনুষ্ঠানে তারা যোগ দেবেন অন্যান্য বারের মতোই।
আগামী ১৬ ডিসেম্বর রয়েছে বাংলাদেশের বিজয় দিবস। সেই দিনের ইতিহাস স্মরণ করে কলকাতায় ফোর্ট উইলিয়ামে প্রতি বছরই আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যোগ দেন, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের এক প্রতিনিধি দল। উপস্থিত থাকেন ঢাকার তরফে অনেকেই। আমন্ত্রিত হয়ে হাজির থাকেন কলকাতায় বাংলাদেশের কূটনৈতিক ভবনের বিশিষ্টরা।
advertisement
advertisement
মুক্তিযুদ্ধ শেষে পাক সেনার আত্মসমর্পণের দিনটি আজও কলকাতার ফোর্ট উইলিয়ামে বেশ ধুমধাম সহকারে আয়োজিত হয়। সেখানে বাংলাদেশের কূটনৈতিক আধিকারিকরা, সেনা কর্তা এবং সর্বোপরি যুদ্ধের আসল নায়ক মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়।
তবে সদ্য চলতি বছরে শেখ হাসিনার সরকারের পতন হতেই বাংলাদেশের সঙ্গে ভারতের সমীকরণে কিছুটা বদল লক্ষ্য করা যাচ্ছিল বলে মনে করেছেন অনেকেই। ইতিমধ্যেই বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। তবে এবারে বিজয় দিবসের অনুষ্ঠানে কোনও আলাপচারিতা হবে না বলেই সূত্র মারফৎ জানা যাচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 12, 2024 3:42 PM IST