Bangladesh Hindu: সেই চিন্ময়কৃষ্ণকে জেলে গিয়েছিলেন খাবার দিতে, বাংলাদেশে আরও দুই সন্ন্যাসীর ভয়ঙ্কর পরিণতি! যা ঘটল, শিউরে উঠবেন শুনে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bangladesh Hindu: অভিযোগে উঠেছে, সেই সময় দুই সন্ন্যাসীকে আটক করা হয়। তাঁরা সংখ্যালঘু সংগঠন প্রবর্তক সঙ্ঘের সদস্য।
ঢাকা: বাংলাদেশের আদালতের নির্দেশে বর্তমানে কারাগারে আছেন চিন্ময় কৃষ্ণ দাস। অভিযোগ উঠেছে তাঁকে ওষুধ ও খাবার দিতে গিয়ে এবার আটক হয়েছেন আরও দুই সন্ন্যাসী। চিন্ময় কৃষ্ণ দাসের দুই সহকারী – আদি পুরুষ শ্যামল দাস এবং রঙ্গনাথ দাস ব্রহ্মচারী কারাগারে খাবার ও ওষুধ নিয়ে গিয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাসের জন্যে।
অভিযোগে উঠেছে, সেই সময় দুই সন্ন্যাসীকে আটক করা হয়। তাঁরা সংখ্যালঘু সংগঠন প্রবর্তক সঙ্ঘের সদস্য। কী কারণে তাঁদের আটক করা হয়েছে, সেই বিষয়ে কোনও কিছু বলা হয়নি পুলিশের পক্ষ থেকে। এই দুই সন্ন্যাসীর নামে কোনও মামলাও ছিল না বলে দাবি করা হচ্ছে।
advertisement
advertisement
প্রবর্তক সঙ্ঘের প্রিন্সিপাল স্বতন্ত্র গৌরাঙ্গ দাস বলেন, ”জেলে চিন্ময়কৃষ্ণকে খাবার দিতে গিয়ে আমাদের দু’জন সদস্য গ্রেফতার হয়েছেন। ওঁদের ভয়েস মেসেজ থেকেই এই তথ্য জানতে পেরেছি আমি। ওঁরা জানিয়েছে, কোতোয়ালি থানায় তাঁদের আটক করা হয়েছিল। পরে তাঁদের জেলে নিয়ে যাওয়া হয়।”
এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে । ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জানিয়েছে, মোট ১৭ জনের ব্যাংক অ্যাকাউন্ট আগামী ৩০ দিনের জন্যে ফ্রিজ করা হয়েছে। অর্থাৎ, এই সময়কালে চিন্ময় কৃষ্ণ দাস সহ এই ১৭ জন ব্যক্তি নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনও লেনদেন করতে পারবেন না। মানি লন্ডারিং প্রতিরোধ আইন–২০১২–এর ২৩(১)(গ) ধারায় এই সব ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে জানিয়েছে বিএফআইইউ। পাশাপাশি এই ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য সংশ্লিষ্ট ব্যাংকগুলির চাওয়া হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 01, 2024 9:57 AM IST