Kolkata: পাশের বাড়ির মহিলার সঙ্গে...উপর থেকে পড়ে মুহূর্তে শেষ মহিলা! ভয়ঙ্কর কাণ্ড রাতের কলকাতায়
- Reported by:Rounak Dutta Chowdhury
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Kolkata: মৃত্যুর কারণ সম্পর্কে জানার চেষ্টা চালায় পুলিশ।
কলকাতা: শনিবার রাতে মধ্য কলকাতায় জোড়াসাঁকো থানা এলাকার মিত্র লেনে এক তরুণী তিনতলার ব্যালকনি থেকে ঝাঁপ দেয় বলে পুলিশের কাছে খবর আসে। ১৮ বছরের ওই তরুণীর নাম ফিরোজা খাতুন। প্রতিবেশীর সঙ্গে ঝামেলা হয় বলে অভিযোগ। তারই জেরে তিনি মরণঝাঁপ দেন, এমনই তথ্য প্রতিবেশীদের কাছ থেকে পুলিশ পেয়েছিল।
এরপরই মৃত্যুর কারণ সম্পর্কে জানার চেষ্টা চালায় পুলিশ। ফিরোজা খাতুনকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে তাঁর পরিবার। পারিবারিক ঝামেলা ছিল প্রতিবেশীর সঙ্গে। প্রতিবেশী তারান্নুম নামে এক মহিলার বিরুদ্ধে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। শনিবার ফিরোজার মামা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর ওই তরুণীর সঙ্গে বচসা বাঁধে তারান্নুমের। তারান্নুমের বিরুদ্ধে পুলিশের অভিযোগ দায়ের করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: লোকসভায় দলের সাংসদদের থেকেই বিচ্ছিন্ন সুদীপ! আসনবণ্টন মানবে না তৃণমূল, জোটের বৈঠক ডাকল কংগ্রেস
advertisement
পুলিশ সূত্রে খবর, তারান্নুম এর আগেও এই ধরনের হিংসা, মারামারির সঙ্গে জড়িত ছিলেন। অনেকের সঙ্গে তার ঝগড়া চলত। শনিবার ফিরোজা একাই বাড়িতে ছিলেন। সেই সময় বচসা বাঁধে দুজনের। ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 01, 2024 9:38 AM IST







