Bangla News: রাজ্যের উন্নয়নই আসল মন্ত্র, এসআইআর পর্বের মাঝেই গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যসচিব!
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Bangla News: রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা করার জন্য জরুরি বৈঠক ডাকলেন মুখ্য সচিব। আজ বিকেল সাড়ে চারটে থেকে জরুরী বৈঠক করবেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ।
কলকাতাঃ রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা করার জন্য জরুরি বৈঠক ডাকলেন মুখ্য সচিব। আজ বিকেল সাড়ে চারটে থেকে জরুরী বৈঠক করবেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ও উন্নয়নমূলক প্রকল্পগুলি নিয়ে রিভিউ করবেন মুখ্য সচিব। বাংলার বাড়ি, পথশ্রী, সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্প নিয়ে রিভিউ বৈঠক ডাকলেন মুখ্যসূচি মনোজ পন্থ বলেই নবান্ন সূত্রে খবর।
সূত্রের খবর, বহুদিন বন্ধ থাকার পর রাজ্য সরকার আবারও পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরি ও রক্ষণাবেক্ষণ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে । জেলা প্রশাসনকে এই বিষয়ে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি, ডিসেম্বর থেকে আবাস যোজনার অর্থ দেওয়া শুরু হবে বলেও জানানো হয়েছে ৷ এই সমস্ত প্রকল্পের ক্ষেত্রে যাতে কোনও অনিয়ম না হয়, তার জন্য ইতিমধ্যেই একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রকাশ করা হয়েছে রাজ্য সরকারের তরফে । এদিনের বৈঠকে মুখ্যসচিব স্পষ্ট জানিয়ে দেন, সেই গাইডলাইন মেনে কাজ করতে হবে ।
advertisement
advertisement
পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান নিয়েও বৈঠকে আলাদা করে আলোচনা করা হয় বলে নবান্ন সূত্রে খবর । রাজ্যে ফিরে এসে যাঁরা শ্রমশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন, তাঁদের দ্রুত কর্মশ্রী প্রকল্পের আওতায় এনে কাজের সুযোগ করে দিতে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব । এই নির্দেশের ফলে কর্মসংস্থানের গতি বাড়বে বলে আশা করা হচ্ছে ।
advertisement
দুর্গাপুজোর আর মাত্র বাকি 8 দিন ৷ পুজো উপলক্ষে রাজ্যজুড়ে সাজসাজ রব ৷ এই আবহে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও ঋণপ্রদানের ব্যবস্থা, আসন্ন দুর্গাপুজো উপলক্ষে উদ্বোধন ও কার্নিভালের সুষ্ঠু আয়োজন এবং জনস্বাস্থ্য সুরক্ষা নিয়েও এদিনের বৈঠকে গুরুত্ব দেন মুখ্যসচিব । বিশেষত, পুজোর মরশুমে জল জমে ডেঙ্গুর প্রাদুর্ভাব যাতে না-বাড়ে, সে বিষয়েও জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ ৷
advertisement
প্রশাসনিক মহলের একাংশের দাবি, দুর্গাপুজোর আগে বাঙালির সব চেয়ে বড় উৎসবের মরশুমে সরকারি পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়নে নতুন দিশা দেখাবে মুখ্যসচিবের এই বৈঠক ৷ পথশ্রী ও আবাস যোজনার মতো প্রকল্প ফের শুরু হলে গ্রামীণ পরিকাঠামো ও সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব পড়বে বলে আশা করছে নবান্ন ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 01, 2025 1:13 PM IST

