কলকাতা: প্রাথমিক, উচ্চ-প্রাথমিক নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পর এবার অনিয়মের অভিযোগ কলেজ সার্ভিস কমিশন কর্তৃক নিযুক্ত রাজ্যের কলেজগুলির নিয়োগেও।
উচ্চ প্রাথমিক নিয়োগে নিয়োগ তালিকা অনিয়মের অভিযোগ বাতিল করে পুনরায় প্রকাশের নির্দেশ দেয় হাইকোর্ট। প্রাথমিক টেটে নথি ছাড়াই নিয়োগ অভিযোগে শুরু হয়েছে জনস্বার্থ মামলা। তালিকায় এবার কলেজ সার্ভিস কমিশনের নাম? জল্পনা বেড়েছে সোমবার ডিভিশন বেঞ্চের নির্দেশের পর।
২০১৮ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের কলেজগুলিতে নিযুক্ত হওয়া শিক্ষকদের সম্পূর্ণ মেধাতালিকার বিভাজন-সহ প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। সোমবার বিচারপতি সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রেখে স্পষ্টভাবে জানিয়ে দেয় রাজ্য কলেজ সার্ভিস কমিশন এর নিয়োগ প্রার্থীদের তথ্য কোনও গোপন তথ্য নয়। সব বিষয় মিলিয়ে দুই হাজারের বেশি নিযুক্ত কলেজ শিক্ষকের বিভিন্ন ক্যাটাগরিতে পাওয়া নম্বরের বিস্তারিত বিভাজন-সহ প্রকাশ করার নির্দেশ ডিভিশন বেঞ্চের।
এ বছর, ৭ জুলাই বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন কলেজ সার্ভিস কমিশনকে মেধাতালিকার বিস্তারিত বিবরণ-সহ প্রকাশের। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্যের কলেজ সার্ভিস কমিশন। আর সেই আপিল মামলায় সোমবার একরাশ অস্বস্তি বজায় রইল কমিশনের জন্য।
মামলাকারীদের তরফে আইনজীবী কাজল রায় জানান, ‘‘ভূগোল ও বাংলা বিষয়ে কম মেধার পরীক্ষার্থীদের চাকরির সুপারিশ করে অন্যায় সুযোগ দিয়েছে কমিশন৷ অন্যদিকে মামলাকারীরা বেশি যোগ্যতাসম্পন্ন হয়ে সম্পূর্ণভাবে বঞ্চিত হয়েছেন। ডিভিশন বেঞ্চের এই নির্দেশ সব বিষয়ের জন্য বিবেচিত হবে। চাকরির পরীক্ষায় কমিশনের তথ্য গোপন নয়, এম পর্যবেক্ষণে সুবিধা পাবেন ভবিষ্যতে অনেক পরীক্ষার্থী।’’
মামলাটি ফের সিঙ্গেল বেঞ্চে ফিরিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ। বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দেবেন কবে ও কীভাবে কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষার মেধাতালিকা বিস্তারিত বিভাজন-সহ প্রকাশিত হবে। সূত্রের খবর, হাইকোর্ট ডিভিশন বেঞ্চের নির্দেশে অসন্তুষ্ট কলেজ সার্ভিস কমিশন।সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে কমিশন।
Arnab Hazra
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata High court