Bangla News: রানিকুঠির স্কুলের বাইরে 'আতঙ্কিত' ডাক্তারবাবু, সবাইকে ডেকে ডেকে কী বোঝাচ্ছেন?

Last Updated:

সুন্দরবন থেকে সোজা রানীকুঠির বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল। (Bangla News)

Bangla News
Bangla News
# কলকাতা : করোনা ফের চোখ রাঙাচ্ছে! দিল্লি-সহ বেশ কিছু জায়গায় করোনার গ্রাফ উর্দ্ধমুখী। আর তার মাঝে বেশ কিছু বেসরকারি স্কুলে পঠন পাঠন চলছে। সেই স্কুলের শিশুদের বা ছাত্র ছাত্রীদের সচেতনত করার জন্য এবার চিকিৎসক খোদ রাস্তায় নামলেন। ডক্টর অজয় মিস্ত্রি গ্রাম থেকে শহরে একাধিক স্কুলে এভাবেই সচেতন করেন। সুন্দরবন থেকে সোজা রানীকুঠির বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল। অ্যাম্বুলেন্স করে এসে স্কুলের গেটে দাঁড়িয়ে তিনি বাচ্চাদের ও অভিভাবকদের  করোনা নিয়ে সচেতন করলেন। (Bangla News)
গরম পড়তেই অনেকের মুখে মাস্ক উধাও। কারও গলায় ঝুলছে, কারও থুতনিতে। আবার কারও বা মুখে কেন পকেটেও মাস্ক নেই। নেই স্যানিটাইজারের বালাই। যার ফলে চিকিৎসক মহল আতঙ্কিত। যে কোনও মুহূর্তে করোনা সেই ভয়াবহ রূপ আবারও ফিরতে পারে। আর তাই এখন থেকে সচেতন না হলে মুশকিল। করোনায় প্রাণ গেছে বহু মানুষের। আর তাই করোনাকে রুখতে গিয়ে লকডাউন থেকে শুরু থেকে কড়া বিধি নিষেধ করতে হয়েছিল। কিন্তু এ রাজ্যে আপাতত পরিস্থিতি স্বাভাবিক হলেও যে কোনও মুহূর্তে করোনা চোখ রাঙানি চিত্রটা বদলে দিতে পারে। আর তাই চিকিৎসক অজয় মিস্ত্রি নিজেই নেমে পড়েছেন রাস্তায়।
advertisement
. .
advertisement
. .
আরও পড়ুন: ছোট্ট দরশিলকে দেখলে এখন চিনতে পারবেন না, অভিনেতার পছন্দ কোন নায়িকাকে?
অজয় বাবু জানান, " করোনা দিল্লী সহ বিভিন্ন জায়গায় বাড়ছে। যে কোনও মুহূর্তে এ রাজ্য আছড়ে পড়তে পারে করোনার ভয়াবহ রূপ। তাই সুন্দরবন থেকে কলকাতা রানীকুঠি ইংরেজি মাধ্যম স্কুলে বুধবার পৌঁছে গিয়েছি আমরা। শিশুদের ছাত্রীদের অভিভাবকদের সকলকে করোনা সম্পর্কে সচেতনত করাই আমাদের মূল লক্ষ্য। মাস্ক পড়া বাধ্যতামূলক, সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার রাখা প্রয়োজন। তবেই করোনাকে রোখা যাবে। "
advertisement
আরও পড়ুন: নাচের জাদুতে মুগ্ধ ভক্তরা, জাহ্নবীর এই ভিডিও মিস করলে বড় লোকসান!
ছুটি হতেই শিশুদের হাতে ও অভিভাবকদের হাতে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন, দেন হ্যান্ড স্যানিটাইজার। খুদে শিশুরা অনেকেই গরমে মাস্ক খুলে ফেলেছে, কিন্তু ডাক্তারবাবুর কথায় অনেকে মাস্ক পড়ল। অভিভাবকদেরও বারবার ডাক্তার বাবু সচেতনত করেন করোনাকে রুখতে গেলে মাস্ক পড়া, স্যানিটাইজার ব্যাবহার বাধ্যতামূলক। না মানলেই করোনার গ্রাসে তলিয়ে যাবে সকলেই। তাই সাবধান হন এখন থেকেই।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bangla News: রানিকুঠির স্কুলের বাইরে 'আতঙ্কিত' ডাক্তারবাবু, সবাইকে ডেকে ডেকে কী বোঝাচ্ছেন?
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement