Bangla News: রানিকুঠির স্কুলের বাইরে 'আতঙ্কিত' ডাক্তারবাবু, সবাইকে ডেকে ডেকে কী বোঝাচ্ছেন?
- Published by:Raima Chakraborty
Last Updated:
সুন্দরবন থেকে সোজা রানীকুঠির বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল। (Bangla News)
# কলকাতা : করোনা ফের চোখ রাঙাচ্ছে! দিল্লি-সহ বেশ কিছু জায়গায় করোনার গ্রাফ উর্দ্ধমুখী। আর তার মাঝে বেশ কিছু বেসরকারি স্কুলে পঠন পাঠন চলছে। সেই স্কুলের শিশুদের বা ছাত্র ছাত্রীদের সচেতনত করার জন্য এবার চিকিৎসক খোদ রাস্তায় নামলেন। ডক্টর অজয় মিস্ত্রি গ্রাম থেকে শহরে একাধিক স্কুলে এভাবেই সচেতন করেন। সুন্দরবন থেকে সোজা রানীকুঠির বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল। অ্যাম্বুলেন্স করে এসে স্কুলের গেটে দাঁড়িয়ে তিনি বাচ্চাদের ও অভিভাবকদের করোনা নিয়ে সচেতন করলেন। (Bangla News)
গরম পড়তেই অনেকের মুখে মাস্ক উধাও। কারও গলায় ঝুলছে, কারও থুতনিতে। আবার কারও বা মুখে কেন পকেটেও মাস্ক নেই। নেই স্যানিটাইজারের বালাই। যার ফলে চিকিৎসক মহল আতঙ্কিত। যে কোনও মুহূর্তে করোনা সেই ভয়াবহ রূপ আবারও ফিরতে পারে। আর তাই এখন থেকে সচেতন না হলে মুশকিল। করোনায় প্রাণ গেছে বহু মানুষের। আর তাই করোনাকে রুখতে গিয়ে লকডাউন থেকে শুরু থেকে কড়া বিধি নিষেধ করতে হয়েছিল। কিন্তু এ রাজ্যে আপাতত পরিস্থিতি স্বাভাবিক হলেও যে কোনও মুহূর্তে করোনা চোখ রাঙানি চিত্রটা বদলে দিতে পারে। আর তাই চিকিৎসক অজয় মিস্ত্রি নিজেই নেমে পড়েছেন রাস্তায়।
advertisement

advertisement

আরও পড়ুন: ছোট্ট দরশিলকে দেখলে এখন চিনতে পারবেন না, অভিনেতার পছন্দ কোন নায়িকাকে?
অজয় বাবু জানান, " করোনা দিল্লী সহ বিভিন্ন জায়গায় বাড়ছে। যে কোনও মুহূর্তে এ রাজ্য আছড়ে পড়তে পারে করোনার ভয়াবহ রূপ। তাই সুন্দরবন থেকে কলকাতা রানীকুঠি ইংরেজি মাধ্যম স্কুলে বুধবার পৌঁছে গিয়েছি আমরা। শিশুদের ছাত্রীদের অভিভাবকদের সকলকে করোনা সম্পর্কে সচেতনত করাই আমাদের মূল লক্ষ্য। মাস্ক পড়া বাধ্যতামূলক, সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার রাখা প্রয়োজন। তবেই করোনাকে রোখা যাবে। "
advertisement
আরও পড়ুন: নাচের জাদুতে মুগ্ধ ভক্তরা, জাহ্নবীর এই ভিডিও মিস করলে বড় লোকসান!
ছুটি হতেই শিশুদের হাতে ও অভিভাবকদের হাতে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন, দেন হ্যান্ড স্যানিটাইজার। খুদে শিশুরা অনেকেই গরমে মাস্ক খুলে ফেলেছে, কিন্তু ডাক্তারবাবুর কথায় অনেকে মাস্ক পড়ল। অভিভাবকদেরও বারবার ডাক্তার বাবু সচেতনত করেন করোনাকে রুখতে গেলে মাস্ক পড়া, স্যানিটাইজার ব্যাবহার বাধ্যতামূলক। না মানলেই করোনার গ্রাসে তলিয়ে যাবে সকলেই। তাই সাবধান হন এখন থেকেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 04, 2022 1:26 PM IST