Babul Supriyo: সুব্রত মুখোপাধ্যায়ের পাড়াতেই বিধায়ক অফিস চূড়ান্ত করলেন বাবুল

Last Updated:

Ballygunge MLA: অফিসের কী কী বদল চাইলেন বাবুল? 

বাবুল সুপ্রিয়
বাবুল সুপ্রিয়
#কলকাতা: গত ১৬ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের (Ballygunge MLA Babul Supriyo ) ফল ঘোষণা হয়েছিল৷ কিন্তু রাজ্যপাল শপথগ্রহণ সংক্রান্ত ফাইল ফেরত পাঠানোয় বাবুলের বিধায়ক পদে শপথ আটকে থাকে৷ শেষ পর্যন্ত উপনির্বাচনে জয়ের প্রায় ২৫ দিন পর শপথ নিয়েছেন  বালিগঞ্জ উপনির্বচনে জয়ী প্রার্থী বাবুল সুপ্রিয়। অবশেষে কাটল জটিলতা৷ আর এই জটিলতা কাটার সঙ্গে সঙ্গে বাবল সুপ্রিয় নিজের কেন্দ্রের বিধায়কের মূল অফিস চূড়ান্ত করলেন। কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের কাছে পুরসভার 68 নম্বর ওয়ার্ডে যে ওয়ার্ড অফিসটি রয়েছে সেখানেই  নিজের বিধায়ক কার্যালয় করার ইচ্ছাপ্রকাশ করেন বাবুল সুপ্রিয়।
advertisement
বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর পরই বাবুল সুপ্রিয়, আজ, মঙ্গলবার সেখানে পৌঁছে যান । বালিগঞ্জ থেকে সদ্য নির্বাচিত বিধায়ক  নির্বাচনের দিনের মতো  সাদা পোশাক পরেই শপথ নিতে আসেন বাবুল৷ এদিনও বালিগঞ্জের নয়া বিধায়ক কার্যালয়ে সেই সাদা পোশাকেই দেখা যায় বাবুলকে। শপথ গ্রহণের পর বাবুল জানিয়েছিলেন, আসানসোলের সাংসদ হিসেবে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগিয়েই বালিগঞ্জে কাজ করবেন তিনি৷ তাঁর নতুন কার্যালয়ে ঢোকার মুখেই নজরে আসবে সুব্রত মুখোপাধ্যায়ের  বিশাল ছবি। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একক ছবি ছাড়াও বাবুলের সঙ্গে দলের নেত্রীর ছবি সহ নানান ছবি দিয়ে সাজানো থাকবে বাবুলের  নয়া কার্যালয়। এই কার্যালয়টি স্থানীয় জনপ্রতিনিধি সুদর্শনা মুখোপাধ্যায়ের ওয়ার্ড অফিস হিসেবেই  পরিচিত ।
advertisement
নাগরিক পরিষেবার লক্ষ্যে তাঁকেও দেখা যায় এদিন বিধায়কের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে।  বাবুল সুপ্রিয়র  উপস্থিতিতেই পুরসভার বিভিন্ন দফতরের কর্মী আধিকারিকরা পুরসভার এই ওয়ার্ড অফিসে হাজির হন।  অফিসারদের সঙ্গে কথা বলে অফিসের সামান্য কিছু বদল  চান বাবুল। কী কী বদল চাইছেন বাবুল? বাবুলের প্রিয় রং সাদা। তাই তিনি যে ঘরে বসবেন সেই ঘরের একটা অংশের দেওয়াল সাদা করার পাশাপাশি অন্যান্য সমস্ত বিষয় লিপিবদ্ধ করে খুব শীঘ্রই সেই কাজ শেষ করার আশ্বাস দেওয়া হয় সংশ্লিষ্ট পুর আধিকারিকদের তরফে।
advertisement
বাবুল জানান,  আপাতত সপ্তাহে তিনদিন, সোম বুধ ও শুক্রবার  বিকেলে তিনি এই নয়া কার্যালয়ে এসে তাঁর কেন্দ্রে নাগরিকদের বিভিন্ন অভাব-অভিযোগের কথা শুনবেন। স্থানীয় নেতৃত্ব কর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন । রবিবার সকালেও বেশ কিছুটা সময় বালিগঞ্জের এই বিধায়ক কার্যালয়ে আসবেন বলে জানিয়েছেন বাবুল সুপ্রিয়। "বালিগঞ্জ মানেই সুব্রত মুখোপাধ্যায়। তাই তাঁর পাড়াতেই তাঁর মূল অফিস তৈরি করা আমার প্রথম পছন্দ ছিল"। বললেন বাবুল সুপ্রিয়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Babul Supriyo: সুব্রত মুখোপাধ্যায়ের পাড়াতেই বিধায়ক অফিস চূড়ান্ত করলেন বাবুল
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement