#কলকাতা: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং জমি হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল বাগুইআটি থানার পুলিশ। অভিযুক্ত ব্যবসায়ী দক্ষিণ কলকাতার বালিগঞ্জের বাসিন্দা। জানা যায়, বিগত কয়েক বছর ধরে তার সঙ্গে সম্পর্ক ছিল বাগুইআটির এক তরুণীর। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে সহবাসও করেন ওই ব্যবসায়ী। পরবর্তী সময়ে ওই ব্যবসায়ী তরুণীকে বিয়ে করতে অস্বীকার করে এবং মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।
আরও পড়ুন:সব্জি বোঝাই গাড়িতে লুকনো এক হাজার কেজি গাঁজা! লেক টাউনে তল্লাশিতে ধরল পুলিশ
এরপরেই বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ। ধৃত ব্যবসায়ীয়ের নাম জিতু প্রসাদ। ধৃত ব্যবসায়ীকে আজ বারাসাত আদালতে পেশ করা হবে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে আরও তদন্ত চালাবে বাগুইআটি থানার পুলিশ।
আরও পড়ুন:পুরভোটে সব বুথ, স্ট্রংরুমে সিসিটিভি-র নজরদারি, কমিশনকে নির্দেশ হাইকোর্টের
অন্যদিকে, আজ, মঙ্গলবার পুরভোটের ঠিক এক সপ্তাহ আগে কলকাতা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা (One Crore Cash Recovered From Park Street)৷ এ দিন পার্ক স্ট্রিট থেকে এক কোটি টাকা সমেত গ্রেফতার করা হয়েছে এক যুবককে ৷ ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ এক কোটি টাকা৷পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃত যুবকের নাম প্রীতম পাল (২৭)৷ সে মহেশতলার বাসিন্দা৷ পুলিশ জানিয়েছে, কেন এই বিপুল পরিমাণ টাকা নিয়ে সে যাচ্ছিল, তা যথাযথ ব্যাখ্যা দিতে পারেনি অভিযুক্ত৷ আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় পুরসভা নির্বাচন (KMC Elections 2021)৷ তার আগে এ দিন পার্ক স্ট্রিটের অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলের সামনে থেকে ওই ব্যক্তিকে নগদ এক কোটি টাকা সমেত গ্রেফতার করে এসটিএফ৷ ধৃতকে পার্ক স্ট্রিট থানায় নিয়ে গিয়ে জেরা করা হচ্ছে৷
Anup Chakraborty
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।