#হাওড়া: কেকের মধ্যে লেখা গোটা একটা কবিতা। তাও আবার লেখা কেক বানানোর ক্রিম দিয়ে !
এতদিন আমরা দেখেছি কেকের ওপর লেখা শুভ জন্মদিন, কোথাও আবার লেখা ব্যক্তির নাম। কিন্তু এবার তো একেবারে গোটা কবিতা তাও কেকের অর্ডার দেওয়া ব্যক্তির হাতের লেখার হুবহু নকল করে ক্রিম দিয়ে লেখা হয়েছে লাইনের কবিতা, দেখেশুনে হতবাক ক্রেতা। রা কাড়ছেন না যাঁর উদ্দেশ্যে লেখা সেই কবিতা তিনিও| এই অসাধ্যসাধন করে ফেলল হাওড়ার-সালকিয়ার এক প্রসিদ্ধ মিষ্টান্ন প্রস্তুতকারক ব্রজনাথ গ্র্যান্ড সন্স।
এতদিন কেকের উপর শুভ জন্মদিন বা ব্যক্তির নাম লেখা হচ্ছিল, এবার তাদের বেকারি বিভাগ গড়ে তুলল এক নতুন নজির | সংস্থার আধিকারিক অভিজিৎ দাস জানান, "প্রতিদিন নতুন কিছুই করাই আমাদের লক্ষ্য।"
তাঁর দাবি, হাওড়ার একমাত্র তাঁদের দোকানেই মিলবে নিরামিষ কেক | শুধু সাধারণ কেক না, কেকের প্রকার ভেদ রয়েছে, রসমালাই কেক, ছানার পায়েস কেক, এমনকি সুগার ফ্রি কেকও রয়েছে | তবে এবার একটা দুই পাউন্ড কেকের ওপর আট লাইনের কবিতা লেখা ছিল আমাদের কাছে চ্যালেঞ্জ |
সংস্থার তরফে জানানো হচ্ছে, এক ক্রেতা এসেছিলেন, তাঁর প্রিয়জনের জন্মদিনের উপহার দেওয়ার জন্য মিষ্টি কিনতে, তাঁর দাবি ছিল বিশেষ কিছু মিষ্টি | কথায় কথায় তিনি জিজ্ঞেস করেন, লিখতে পারবেন কেকের ওপর কবিতা, তাহলে কেক নেবো। অভিজিৎ বলেন, "কেক তৈরির কারিগরকে ডেকে বললাম নেবেন নাকি চ্যালেঞ্জ নিয়ে নিলাম এবং একঘন্টার মধ্যেই বানিয়ে ফেলা হলো সেই কেক যেখানে খাওয়ার জন্য ব্যবহৃত ক্রিম দিয়ে লেখা হলো কবিতা | যা দেখে হতবাক ক্রেতা | হতবাক দোকানে আসা অন্যান ক্রেতারা |"
দোকানের অন্যতম কর্ণধার অসীম দাস জানালেন, ভারত বর্ষে এমন কোন নিদর্শন নাই যেখানে কেকের ওপর সম্পূর্ণ ম্যানুয়ালি ক্রিম দিয়ে আট লাইনের কবিতা লেখা হয়েছে |
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।