তীব্র যান যন্ত্রণা! খানাখন্দে ভরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, ১৫ মিনিটের রাস্তা পেরতে কাটছে ১ ঘণ্টা    

Last Updated:

আদপে জাতীয় সড়কের অন্তর্ভুক্ত হলেও এখন রক্ষণাবেক্ষণের কাজ করে রাজ্যের হাইওয়ে ডিভিশন ।

#কলকাতা: যান যন্ত্রণা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে জুড়ে । বুধবার সকালে দক্ষিণেশ্বর থেকে বিমানবন্দরগামী রাস্তায় খারাপ হয়ে যায় একটি পণ্যবাহী গাড়ি । আর তার জেরে বরানগর থেকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছতে বিস্তর কাঠখড় পোড়াতে হয় সাধারণ মানুষকে । যাত্রীদের অভিযোগ , আগে থেকেই রাস্তা খারাপ । তার মধ্যে দিনের অধিকাংশ সময়েই রাস্তা দিয়ে পণ্যবাহী লরি চলাচল করে । তার জেরে খারাপ রাস্তায় প্রায়শই দুঘটনা ঘটছে । ফলে অসুবিধায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা ।
অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে । কলকাতা বিমানবন্দরের সঙ্গে বালি যুক্ত হয়েছে এই এক্সপ্রেসওয়ের মাধ্যমে । আদপে জাতীয় সড়কের অন্তর্ভুক্ত হলেও এখন রক্ষণাবেক্ষণের কাজ করে রাজ্যের হাইওয়ে ডিভিশন । বাংলাদেশ হোক বা শিলিগুড়ি বা অসম, এই রাস্তা দিয়েই গাড়ি যাতায়াত করে । ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তার হাল বেহাল । তার জেরে  চূড়ান্ত অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সকলকে । তার ওপর দক্ষিণেশ্বর থেকে বিমানবন্দরগামী রাস্তায় বরানগর মেট্রো স্টেশন তৈরির কাজ চলছে । যার জেরে এই রাস্তার ওপরে দিনের অধিকাংশ সময়েই বড় বড় গাড়ি দাঁড়িয়ে থাকে । ভারী যন্ত্রপাতির গাড়ি দাঁড়িয়ে থাকায় গাড়ির গতি শ্লথ হয় । কখনও একটি লেনের একদিকের অংশ পুরোটাই আটকে থাকে । রাস্তার ওপরে প্রায় ২ কিমি অংশ নানা জায়গায় খানাখন্দে ভরা ।
advertisement
অন্যদিকে , মাঠকলের কাছ থেকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ওপরে থাকা বিমানবন্দর সেতুর আগে অবধিও রাস্তার অবস্থা সঙ্গীন । ঠিক বিপরীত দিকের লেনে বরানগর স্টেশনের কাছে যে সাবওয়ে রয়েছে , সেখানেও তৈরি হয়ে আছে একাধিক খানা খন্দ । ফলে নিত্যদিন রাস্তা খারাপের জন্যে গাড়ির যন্ত্রাংশ খারাপ হচ্ছে । ক্রেন না থাকায় , সেই গাড়ি সরাতেও যথেষ্ট সময় লাগে । ফলে নিত্যদিন যানজটের সম্মুখীন হন যাতায়াতকারীরা ।
advertisement
advertisement
বুধবার সকালে এভাবেই বিমানবন্দর মুখী রাস্তায় এক পণ্যবাহী গাড়ি খারাপ হয়ে যাওয়ার কারণে রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয় । দক্ষিণেশ্বর থেকে বিমানবন্দর আসতে যা ২০ মিনিট সময় লাগে এদিন তা আস্তে সময় লাগে ১ ঘন্টা ১৫ মিনিট সময় । ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার হয় যাত্রীরা । এদিন বিমানবন্দর যেতে গিয়ে কালঘাম ছুটেছে অনেকের । এমনই একজন প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় জানান, "ভাইকে রিসিভ করতে বিমানবন্দর যাওয়ার জন্য বেরিয়েছিলাম । রাস্তাতেই দেড় ঘণ্টা কেটে গিয়েছে ।" সেক্টর ফাইভের কর্মী তানিয়া বন্দোপাধ্যায় জানিয়েছেন, "বারোটায় অফিস । অফিস শুরুর ১৫ মিনিট আগে পৌছে যাওয়ার কথা । আর যানজটে পড়ে সেখানে ৩০ মিনিট দেরি হয়ে গেল।" শেষমেশ দু'ঘন্টার চেষ্টায় দুটো ক্রেন নিয়ে এসে সরানো হয় লরি । যদিও ততক্ষণে গাড়ির লাইন পৌঁছে যায়  বরানগর পর্যন্ত ।
advertisement
ABIR GHOSHAL
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
তীব্র যান যন্ত্রণা! খানাখন্দে ভরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, ১৫ মিনিটের রাস্তা পেরতে কাটছে ১ ঘণ্টা    
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement