Babul Supriyo: নিজের জন্য চওড়া হাসি হাসবেন, তবে বাবুলের মনে এখনও আসানসোল! যা বললেন...

Last Updated:

Babul Supriyo: বাবুল সুপ্রিয় বলেন, ''বালিগঞ্জের মতো একটা জায়গায় দাঁড়িয়েছি আমি। চওড়া হাসি হাসব, সময় আসুক। আমি আরও খুশি আসানসোল নিয়ে। জানতাম শত্রুঘ্ন সিনহা জিতবেন, কিন্তু এত ব্যবধানে জয় বিজেপিকে উচিৎ জবাব দিল।''

বাবুলের জয় নিশ্চিত
বাবুলের জয় নিশ্চিত
#কলকাতা: বালিগঞ্জ উপনির্বাচনের শেষপর্যন্ত ফলের দিকে তাকিয়ে আছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ ওই কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo), যিনি কিনা বিজেপি ছেড়ে নাম লিখিয়েছেন ঘাসফুলে। যদিও উপনির্বাচন হওয়ায় ভোট অনেক কম পড়েছে বালিগঞ্জে। কিন্তু প্রথম রাউন্ড থেকেই এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী বাবুল। শেষ পাওয়া খবর অনুযায়ী, বালিগঞ্জে চোদ্দ রাউন্ডের শেষে ১০৮৫১ ভোটে এগিয়ে বাবুল সুপ্রিয়। যদিও ব্যবধান অনেকটাই কমেছে তাঁর। তবে, জয় একপ্রকার নিশ্চিত হতেই বাবুল বলেন, ''বালিগঞ্জের মতো একটা জায়গায় দাঁড়িয়েছি আমি। চওড়া হাসি হাসব, সময় আসুক। আমি আরও খুশি আসানসোল নিয়ে। জানতাম শত্রুঘ্ন সিনহা জিতবেন, কিন্তু এত ব্যবধানে জয় বিজেপিকে উচিৎ জবাব দিল। আসানসোল আমার কাছে সবসময় স্পেশ্যাল। আমরা সবাই মিলে কাজ করব।''
তাৎপর্যপূর্ণ বাবুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম। তিনি উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। আর বিজেপি প্রার্থী কেয়া ঘোষ চলে গিয়েছেন তৃতীয় স্থানে। যা নিঃসন্দেহে গেরুয়া শিবিরের কাছে বিরাট অস্বস্তির। চোদ্দ রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী বাবুল পেয়েছেন ৩৮০২১ ভোট, উল্লেখযোগ্যভাবে সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম পেয়েছেন ২৭১৭০ ভোট, তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী পেয়েছেন ৭৩৯১ ভোট আর কংগ্রেস প্রার্থী পেয়েছেন মাত্র ৪৬৭৩ ভোট।
advertisement
advertisement
সবমিলিয়ে বালিগঞ্জে ১৯ রাউন্ড ভোট গণনা হওয়ার কথা রয়েছে। কিন্তু যেহেতু বালিগঞ্জে মাত্র ৪১ শতাংশ ভোট পড়েছে, তাই আর কিছু সময়ের মধ্যেই এই উপনির্বাচনের ফলাফলের চিত্রটা একেবারে স্পষ্ট হয়ে যাবে বলেই মনে করছে নির্বাচন কমিশন৷
advertisement
প্রসঙ্গত, বিগত বিধানসভা নির্বাচনের পর থেকে যতগুলি উপনির্বাচন হচ্ছে, বিরোধী হিসেবে বামেদের উত্থান বিশেষভাবে লক্ষ্যনীয়। বালিগঞ্জের ক্ষেত্রেও সেই ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বিজেপি প্রার্থী যেভাবে তৃতীয় স্থানে পৌঁছে গিয়েছেন বালিগঞ্জে, তা গেরুয়া শিবিরের কাছে নিঃসন্দেহে উদ্বেগের।
এদিকে, আসানসোলে ক্রমাগত নিজের মার্জিন বাড়িয়ে চলেছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা৷ প্রায় লক্ষাধিক ভোটে এগিয়ে রয়েছেন শত্রুঘ্ন সিনহা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Babul Supriyo: নিজের জন্য চওড়া হাসি হাসবেন, তবে বাবুলের মনে এখনও আসানসোল! যা বললেন...
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement