Babul Supriyo Joins TMC : 'বাবুল বিজেপির সম্পদ ছিল', সহযোদ্ধার দলত্যাগে স্বপন দাশগুপ্তর বিলাপ...

Last Updated:

Babul Supriyo Joins TMC : আজই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন বিজেপির আসানসোলের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

 'সুপ্রিয়'র বিজেপি ত্যাগ
'সুপ্রিয়'র বিজেপি ত্যাগ
#কলকাতা : 'পুনরায় রাজনীতি' করার জন্যই বিজেপি ত্যাগ বাবুল সুপ্রিয়র (Babul Supriyo Joins TMC)। সহযোদ্ধার তৃণমূল (TMC) যোগ দেওয়ায় এমনটাই লিখলেন বিজেপি (BJP) নেতা স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। একইসঙ্গে বাবুল সুপ্রিয়কে বিজেপির সম্পদ বলেও মন্তব্য করেছেন তিনি। উল্লেখ্য আজই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন বিজেপির আসানসোলের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo Joins TMC)। কিছুদিন আগেই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন বাবুল সুপ্রিয়। যদিও সেই সময় তিনি জানিয়েছিলেন কোনও অন্য দলের হাত ধরতে রাজনীতির সন্যাসের সিদ্ধান্ত নেননি তিনি।
এরপরেই শনিবার তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয় ( Babul Supriyo joins TMC)। ক্যামাক স্ট্রিটের অফিসে বাবুল সুপ্রিয়র হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন স্বয়ং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই মাহেন্দ্রক্ষণে উপস্থিত ছিলেন ডেরেক ও'ব্রায়েনও।
advertisement
advertisement
advertisement
বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) তৃণমূল যোগদান নিয়ে একটি ট্যুইটবার্তায় স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta) লেখেন, "আমি ভবিষ্যতের কথা বলতে পারব না, কিন্তু বাবুল সুপ্রিয় (Babul Supriyo) বিজেপির সম্পদ ছিলেন এবং আমি ব্যক্তিগতভাবে তাঁকে তাঁর দলের প্রতি কাজের জন্য তাঁকে ধন্যবাদ জানাতে চাই। একইসঙ্গে তিনি লিখেন আমাদের মতো যাদের জন্য বিজেপি আজীবন প্রতিশ্রুতিবদ্ধ, তাদের লড়াই চলবে - এমনকি প্রতিকূল পরিস্থিতিতেও আমরা সেই লড়াই চালিয়ে যাবো।
advertisement
advertisement
প্রসঙ্গত, রাজনীতির কক্ষ পথ ছেড়ে দিয়ে সমাজসেবার পেশা বেছে নেবেন বলেছিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo Joins TMC)। কিন্তু আদতে তা হল না, বাবুল থাকলেন রাজনীতির চৌহদ্দিতেই। কেন এই সিদ্ধান্ত, সাংবাদিক বৈঠকে নিজেই খোলসা করেছেন বাবুল। জানিয়েছেন, "আসানসোলের (Asansol) সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি। আরও বলেন, যা ঘটার শেষ তিন চার দিনেই হয়েছে।"
advertisement
বাবুলের কথায়, "রাজনীতি ছাড়বো হৃদয় থেকেই বলেছিলাম (Babul Supriyo on TMC joining)। আমি বাঙালি হিসেবে কাজ করতে চেয়েছিলাম। কথাটা আমার মন থেকেই ছিল। যা ঘটার শেষ তিন চার দিনে ঘটেছে। আমার মেয়ের ভর্তি নিয়ে কথা হয়। আমার রাজনীতির ছাড়া ভুল ছিল সবাই আমাকে বলেছিল।"
advertisement
বাবুলের কথায়, "রাজনীতি ছাড়বো হৃদয় থেকেই বলেছিলাম (Babul Supriyo on TMC joining)। আমি বাঙালি হিসেবে কাজ করতে চেয়েছিলাম। কথাটা আমার মন থেকেই ছিল। যা ঘটার শেষ তিন চার দিনে ঘটেছে। আমার মেয়ের ভর্তি নিয়ে কথা হয়। আমার রাজনীতির ছাড়া ভুল ছিল সবাই আমাকে বলেছিল। তখনই আমি সিদ্ধান্ত বদল করি। এই নতুন দায়িত্ব সম্পর্কে বাবুলের মত, "এটা আমার কাছে বড় অপরচুনিটি দল আমাকে দায়িত্ব দেবে। আমি নিজেই বাংলা ছড়ার কেন্দ্রীয় বাহিনী ছাড়ার চিঠি দিয়েছিলাম।"
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Babul Supriyo Joins TMC : 'বাবুল বিজেপির সম্পদ ছিল', সহযোদ্ধার দলত্যাগে স্বপন দাশগুপ্তর বিলাপ...
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement