#কলকাতা : 'পুনরায় রাজনীতি' করার জন্যই বিজেপি ত্যাগ বাবুল সুপ্রিয়র (Babul Supriyo Joins TMC)। সহযোদ্ধার তৃণমূল (TMC) যোগ দেওয়ায় এমনটাই লিখলেন বিজেপি (BJP) নেতা স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। একইসঙ্গে বাবুল সুপ্রিয়কে বিজেপির সম্পদ বলেও মন্তব্য করেছেন তিনি। উল্লেখ্য আজই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন বিজেপির আসানসোলের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo Joins TMC)। কিছুদিন আগেই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন বাবুল সুপ্রিয়। যদিও সেই সময় তিনি জানিয়েছিলেন কোনও অন্য দলের হাত ধরতে রাজনীতির সন্যাসের সিদ্ধান্ত নেননি তিনি।
এরপরেই শনিবার তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয় ( Babul Supriyo joins TMC)। ক্যামাক স্ট্রিটের অফিসে বাবুল সুপ্রিয়র হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন স্বয়ং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই মাহেন্দ্রক্ষণে উপস্থিত ছিলেন ডেরেক ও'ব্রায়েনও।
advertisement
advertisement
Today, in the presence of National General Secretary @abhishekaitc and RS MP @derekobrienmp, former Union Minister and sitting MP @SuPriyoBabul joined the Trinamool family.
বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) তৃণমূল যোগদান নিয়ে একটি ট্যুইটবার্তায় স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta) লেখেন, "আমি ভবিষ্যতের কথা বলতে পারব না, কিন্তু বাবুল সুপ্রিয় (Babul Supriyo) বিজেপির সম্পদ ছিলেন এবং আমি ব্যক্তিগতভাবে তাঁকে তাঁর দলের প্রতি কাজের জন্য তাঁকে ধন্যবাদ জানাতে চাই। একইসঙ্গে তিনি লিখেন আমাদের মতো যাদের জন্য বিজেপি আজীবন প্রতিশ্রুতিবদ্ধ, তাদের লড়াই চলবে - এমনকি প্রতিকূল পরিস্থিতিতেও আমরা সেই লড়াই চালিয়ে যাবো।
advertisement
I am sad @SuPriyoBabul has left BJP to ‘re-enter’ politics. I can’t speak about the future, but he was an asset to BJP & I would personally like to thank him for his services. For those of us for whom BJP is a lifelong commitment, the fight goes on—even in adverse circumstances.
প্রসঙ্গত, রাজনীতির কক্ষ পথ ছেড়ে দিয়ে সমাজসেবার পেশা বেছে নেবেন বলেছিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo Joins TMC)। কিন্তু আদতে তা হল না, বাবুল থাকলেন রাজনীতির চৌহদ্দিতেই। কেন এই সিদ্ধান্ত, সাংবাদিক বৈঠকে নিজেই খোলসা করেছেন বাবুল। জানিয়েছেন, "আসানসোলের (Asansol) সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি। আরও বলেন, যা ঘটার শেষ তিন চার দিনেই হয়েছে।"
বাবুলের কথায়, "রাজনীতি ছাড়বো হৃদয় থেকেই বলেছিলাম (Babul Supriyo on TMC joining)। আমি বাঙালি হিসেবে কাজ করতে চেয়েছিলাম। কথাটা আমার মন থেকেই ছিল। যা ঘটার শেষ তিন চার দিনে ঘটেছে। আমার মেয়ের ভর্তি নিয়ে কথা হয়। আমার রাজনীতির ছাড়া ভুল ছিল সবাই আমাকে বলেছিল।"
advertisement
I meant it from my heart when I said I'll leave politics. However, I felt there was a huge opportunity that was entrusted upon me (on joining TMC). All my friends said my decision to leave politics was wrong and emotional: Former BJP leader Babul Supriyo after joining TMC today pic.twitter.com/y3OyymSc6a
বাবুলের কথায়, "রাজনীতি ছাড়বো হৃদয় থেকেই বলেছিলাম (Babul Supriyo on TMC joining)। আমি বাঙালি হিসেবে কাজ করতে চেয়েছিলাম। কথাটা আমার মন থেকেই ছিল। যা ঘটার শেষ তিন চার দিনে ঘটেছে। আমার মেয়ের ভর্তি নিয়ে কথা হয়। আমার রাজনীতির ছাড়া ভুল ছিল সবাই আমাকে বলেছিল। তখনই আমি সিদ্ধান্ত বদল করি। এই নতুন দায়িত্ব সম্পর্কে বাবুলের মত, "এটা আমার কাছে বড় অপরচুনিটি দল আমাকে দায়িত্ব দেবে। আমি নিজেই বাংলা ছড়ার কেন্দ্রীয় বাহিনী ছাড়ার চিঠি দিয়েছিলাম।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷