BJP nominates Sarbananda Sonowal for Rajyasabhal সর্বানন্দ সোনোয়ালকে অসম থেকে রাজ্যসভায় পাঠাচ্ছে বিজেপি
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
BJP nominates Sarbananda Sonowal for Rajyasabhal | উল্লেখ্য অসম এবং কর্ণাটক থেকে প্রতিনিধি বাছাই করলেও বাংলা থেকে বিজেপি কারও নাম বিবেচনা করেনি।
#গুয়াহাটি: অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে (Sarbananda Sonowal) এবার রাজ্যসভায় পাঠাচ্ছে বিজেপি। আর রাজ্যসভা উপনির্বাচনে মধ্যপ্রদেশে বিজেপি প্রতিনিধি এল মুরুগান (L Murugan), এমনটাই স্থির হয়েছে শনিবার। বলাই বাহুল্য যেহেতু দুটি রাজ্যে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তাই রাজ্যসভায় এই দুই নেতার আসন প্রায় পাকা বললেই চলে।
অসমে রাজ্যসভায় এই আসনটি ফাঁকা হয়েছিল কারণ বিশ্বজিৎ দাইমারি পদত্যাগ করে বিধানসভার স্পিকারের পদে আসীন করেছিল। অন্য দিকে কর্নাটকের রাজ্যপাল হওয়ার জন্য থাওয়ারচাঁদ গেহলট পদত্যাগ করলে মধ্যপ্রদেশ একটি আসন ফাঁকা হয়, সে কারণেই এল মুরুগানকে বিবেচনা করা হয়েছে।
BJP names Union Minister Sarbananada Sonowal and Minister of State (MoS) L Murugan as its candidate for upcoming by-polls to Rajya Sabha from Assam and Madhya Pradesh respectively. pic.twitter.com/xTJ51lU57z
— ANI (@ANI) September 18, 2021
advertisement
advertisement
উল্লেখ্য অসম এবং কর্ণাটক থেকে প্রতিনিধি বাছাই করলেও বাংলা থেকে বিজেপি কারও নাম বিবেচনা করেনি। পর্যবেক্ষকদের মত এই মুহূর্তে রাজ্যসভায় প্রতি রাজ্য থেকে প্রতিনিধি পাঠানোর মত খুঁটির জোর বিজেপির নেই। সেই কারণেই পন্ডশ্রম করতে চায় না দল। ঝুঁকি না নিয়ে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 18, 2021 12:03 PM IST