Ayan Sil: বাম আমলেও চাকরি দেওয়ার রমরমা কারবার ছিল অয়নের? বলছে চাঞ্চল্যকর নথি
- Published by:Debamoy Ghosh
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন অয়ন শীল। তদন্তকারীরা জেরায় অয়ন শীলের সংস্থা থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি পেয়েছেন।
কলকাতা: বাম আমল থেকেই নিয়োগে হাতে খড়ি অয়ন শীলের সংস্থার। সেই তথ্যই এসে পৌঁছাল নিউজ এইট্টিন বাংলার হাতে। চাঞ্চল্যকর এই তথ্য বলছে ২০০৬ সালে হুগলিতে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের নিয়োগের ক্ষেত্রে অয়নের সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।
এবিএস ইনফোজেন প্রাইভেট লিমিটেড নামে এই সংস্থা ২০০৬ সালে হুগলিতে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের অধীনে নিয়োগের বরাত পেয়েছিল। ২০০৬ সালে অয়নের সংস্থার মাধ্যমে নিয়োগের চাকরির জন্য আবেদন জমা পড়েছিল এক লক্ষ কুড়ি হাজার। এই নিয়োগ প্রক্রিয়ার জন্য অয়নের সংস্থা ৯ লক্ষ ৫০ হাজার টাকা পায়।
আরও পড়ুন: পড়াশোনায় মেধাবী, ইঞ্জিনিয়ারিংও পাশ করেছে, তাঁর মেয়ে সম্পূর্ণ নির্দোষ, দাবি শ্বেতা চক্রবর্তীর বাবার
advertisement
advertisement
আর তার সঙ্গে সঙ্গেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি বাম আমলেও নিয়োগে গরমিল হয়েছে? চাঞ্চল্যকর তথ্য অবশ্য এটা স্পষ্ট করে দিচ্ছে ২০০৬ সাল থেকেই অয়নের সংস্থা নিয়োগের ক্ষেত্রে হাতে খড়ি হয়েছিল।বাম আমলেও ওই সংস্থার প্রভাব ছিল বলে নিয়োগের নথি স্পষ্ট করে দিচ্ছে। আর তা নিয়েই কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন অয়ন শীল। তদন্তকারীরা জেরায় অয়ন শীলের সংস্থা থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি পেয়েছেন। শুধুমাত্র শিক্ষক নিয়োগ দুর্নীতি নয়, পৌরসভার নিয়োগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে অয়ন শীলের সংস্থা। একের পর এক পৌরসভার নিয়োগের ক্ষেত্রে কি পরিমাণ দুর্নীতি হয়েছে তা ইডি তদন্তকারীদের তদন্তে উঠে এসেছে।
advertisement
শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রেও অয়নশীলের সংস্থা কীভাবে কাজ করেছে তাও ইডির তদন্তে উঠে এসেছে। স্কুলের পাশাপাশি পুরসভাতেও যে নিয়োগ দুর্নীতির তথ্য উঠে এসেছে সেই বিষয়টি ইতিমধ্যেই সিবিআইকে জানিয়েছে ইডি। ইডি দাবি করেছে, মানিকের সঙ্গে যোগসাজশ করে অয়নরা চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০০ কোটি টাকা তুলেছিলেন। আর একদিকে যখন এই দুর্নীতির তদন্ত চলছে তখন বাম আমলের এই নথি চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, ইডির তদন্তেও এই বিষয়টিও উঠতে চলেছে। এ ছাড়াও আর কোন কোন দফতরের নিয়োগের ক্ষেত্রে অয়ন শীলের সংস্থা কাজ করেছে, তাও খতিয়ে দেখছে ইডি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 22, 2023 1:29 PM IST