ISL 2016: আরও চার ম্যাচ নির্বাসনের মুখে মলিনা ?

Last Updated:

নিজের সহকারি পাবলো এবং বাস্তব রায়কে ম্যাচ চলাকালীন নানারকম পরামর্শ মাঠের বাইরে থেকেও দিয়েছেন মলিনা ৷

#কলকাতা: গুয়াহাটিতে হেড কোচ হোসে মলিনাকে ছাড়াই ম্যাচ জিতেছে অ্যাটলেটিকো দি কলকাতা ৷ কিন্তু অনেকেই হয়তো জানতেন না সাসপেন্ডেড কোচ ওই ম্যাচেও গ্যালারিতে বসিয়েই কোচিং করিয়েছেন ! হ্যাঁ, আইএসএল কমিটির অন্তত এমনটাই দাবি ৷ মাঠে না থেকে কোচিং করানো কী করে সম্ভব ? আসলে নিজের সহকারি পাবলো এবং বাস্তব রায়কে ম্যাচ চলাকালীন নানারকম পরামর্শ মাঠের বাইরে থেকেও দিয়েছেন মলিনা ৷ সেগুলি নাকি বিভিন্ন গোপন ফুটেজেও ধরা পড়েছে ৷ যার শাস্তি স্বরূপ হয়তো আগামী ৪ ম্যাচও মাঠের বাইরেই থাকতে হতে পারে এটিকে কোচকে ৷
গুয়াহাটিতে এটিকে-নর্থ ইস্ট ম্যাচ চলাকালীন নির্বাসিত মলিনা নাকি গ্যালারি থেকে ফেন্সিংয়ের সামনে ডেকে এনে বারবার তাঁর সহকারী কোচ পাবলো এবং অন্য কয়েকজনের মাধ্যমে নানা রকম পরামর্শ দিয়েছেন দলের ফুটবলারদের। কাকে পরিবর্ত নামাতে হবে তাও বলে দিয়েছেন। যা টুর্নামেন্টের আইনে বড়মাপের অপরাধ। সবচেয়ে বড় কথা, মলিনার পুরো কাণ্ডই ধরা পড়েছে আইএসএল কর্তৃপক্ষের গোপন ক্যামেরায়। এমনকী, ম্যাচের চতুর্থ রেফারিও নাকি সেই ছবি তুলে রেখেছেন বলে খবর। গুয়াহাটির মাঠের দু’দলের রিজার্ভ বেঞ্চ অত্যন্ত কাছাকাছি থাকায় মলিনার এই কাজ চোখ এড়ায়নি কারোরই ৷ তবে কোচের আরও চার ম্যাচ নির্বাসন হবে কিনা, তা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি ৷ কিন্তু এমনটা হলে প্রচণ্ড সমস্যায় পড়বেন হিউমরা ৷ কারণ আগামী চার ম্যাচের মধ্যে তিনটে ম্যাচই অ্যাওয়ে ম্যাচ এটিকে-র ৷ সবে ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছে কলকাতা ৷ এই সময় কোচের নির্বাসনের মেয়াদ বাড়লে তা যে মোটেই ভাল হবে না কলকাতা ফ্র্যাঞ্চাইজির জন্য, তা আর বলার অপেক্ষা রাখে না ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ISL 2016: আরও চার ম্যাচ নির্বাসনের মুখে মলিনা ?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement