ISL 2016: আরও চার ম্যাচ নির্বাসনের মুখে মলিনা ?
Last Updated:
নিজের সহকারি পাবলো এবং বাস্তব রায়কে ম্যাচ চলাকালীন নানারকম পরামর্শ মাঠের বাইরে থেকেও দিয়েছেন মলিনা ৷
#কলকাতা: গুয়াহাটিতে হেড কোচ হোসে মলিনাকে ছাড়াই ম্যাচ জিতেছে অ্যাটলেটিকো দি কলকাতা ৷ কিন্তু অনেকেই হয়তো জানতেন না সাসপেন্ডেড কোচ ওই ম্যাচেও গ্যালারিতে বসিয়েই কোচিং করিয়েছেন ! হ্যাঁ, আইএসএল কমিটির অন্তত এমনটাই দাবি ৷ মাঠে না থেকে কোচিং করানো কী করে সম্ভব ? আসলে নিজের সহকারি পাবলো এবং বাস্তব রায়কে ম্যাচ চলাকালীন নানারকম পরামর্শ মাঠের বাইরে থেকেও দিয়েছেন মলিনা ৷ সেগুলি নাকি বিভিন্ন গোপন ফুটেজেও ধরা পড়েছে ৷ যার শাস্তি স্বরূপ হয়তো আগামী ৪ ম্যাচও মাঠের বাইরেই থাকতে হতে পারে এটিকে কোচকে ৷
গুয়াহাটিতে এটিকে-নর্থ ইস্ট ম্যাচ চলাকালীন নির্বাসিত মলিনা নাকি গ্যালারি থেকে ফেন্সিংয়ের সামনে ডেকে এনে বারবার তাঁর সহকারী কোচ পাবলো এবং অন্য কয়েকজনের মাধ্যমে নানা রকম পরামর্শ দিয়েছেন দলের ফুটবলারদের। কাকে পরিবর্ত নামাতে হবে তাও বলে দিয়েছেন। যা টুর্নামেন্টের আইনে বড়মাপের অপরাধ। সবচেয়ে বড় কথা, মলিনার পুরো কাণ্ডই ধরা পড়েছে আইএসএল কর্তৃপক্ষের গোপন ক্যামেরায়। এমনকী, ম্যাচের চতুর্থ রেফারিও নাকি সেই ছবি তুলে রেখেছেন বলে খবর। গুয়াহাটির মাঠের দু’দলের রিজার্ভ বেঞ্চ অত্যন্ত কাছাকাছি থাকায় মলিনার এই কাজ চোখ এড়ায়নি কারোরই ৷ তবে কোচের আরও চার ম্যাচ নির্বাসন হবে কিনা, তা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি ৷ কিন্তু এমনটা হলে প্রচণ্ড সমস্যায় পড়বেন হিউমরা ৷ কারণ আগামী চার ম্যাচের মধ্যে তিনটে ম্যাচই অ্যাওয়ে ম্যাচ এটিকে-র ৷ সবে ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছে কলকাতা ৷ এই সময় কোচের নির্বাসনের মেয়াদ বাড়লে তা যে মোটেই ভাল হবে না কলকাতা ফ্র্যাঞ্চাইজির জন্য, তা আর বলার অপেক্ষা রাখে না ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 01, 2016 10:18 AM IST