Assembly: মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ, বিধানসভায় প্রথমবার বক্তব্য রাখলেন ৯ তৃণমূল বিধায়ক
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Assembly: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বারংবার উষ্মা প্রকাশ আর তৃণমূল পরিষদীয় দলের তৎপরতার নজির মিলল বিধানসভায়। দুইয়ের মিশেলে অবশেষে বিধানসভায় মৌনী ভাঙলেন বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক।
কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বারংবার উষ্মা প্রকাশ আর তৃণমূল পরিষদীয় দলের তৎপরতার নজির মিলল বিধানসভায়। দুইয়ের মিশেলে অবশেষে বিধানসভায় মৌনী ভাঙলেন বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক। সোমবার রাজ্যপালের বাজেট ভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে অধিবেশন কক্ষে বক্তব্য রাখলেন তাঁরা।
বিধানসভা হল বিধায়কদের জন্য। বিধায়করা তাঁদের এলাকার সমস্যা বা অন্যান্য বিষয় নিয়ে বিধানসভার আলোচনায় অংশ নেবেন বা বক্তব্য রাখবেন, এটাই স্বাভাবিক। কিন্তু রেকর্ড ঘেঁটে দেখা গিয়েছে অধিকাংশ তৃণমূল বিধায়ক বিগত তিন বছরে একবারও বিধানসভার অধিবেশনে কোনও রকম প্রশ্নও করেননি বা কোনও আলোচনাতে অংশ গ্রহণ পর্যন্ত করেননি।
advertisement
advertisement
সম্প্রতি পরিষদীয় দলের বৈঠকে এই বিষয় নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই তৃণমূল পরিষদীয় দল বিষয়টি নিয়ে বিধায়কদের সতর্ক করে। যার রেশ দেখা গেল সোমবার রাজ্যপালের ভাষণের উপর আলোচনার সময়। একসঙ্গে প্রায় ন’জন তৃণমূল বিধায়কের নাম রয়েছে বক্তার তালিকায় যাঁরা এই প্রথম অধিবেশন কক্ষে বক্তব্য রাখলেন।
advertisement
যে সব তৃণমূল বিধায়ক প্রথম বারের জন্য বিধানসভার কোনও আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখলেন তাঁদের মধ্যে রয়েছেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, নৈহাটির সনৎ দে, তালডাংড়ার বিধায়ক ফাল্গুনী সিংহ। এছাড়াও বক্তব্য রেখেছেন মধুপর্ণা ঠাকুর, করবী মান্না, অরিন্দম গুঁইন, মুকুটমনি অধিকারি, শেখ রবিউল ইসলাম ও সঙ্গীতা রায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 17, 2025 4:23 PM IST