আঁচড়ের দাগ,শরীরে গভীর আঘাত! নির্যাতিতার মেডিক্যাল টেস্টে জানা গেল কোন সত্যি? স্পষ্ট করলেন চিকিৎসকরা
- Published by:Tias Banerjee
- Reported by:Amit Sarkar
Last Updated:
South Calcutta Law College Case: ন্যাশনাল মেডিক্যাল কলেজে নির্যাতিতার মেডিক্যাল টেস্টে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। চিকিৎসকেরা বলপূর্বক যৌন হেনস্থার প্রমাণ পেয়েছেন। ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হবে।
কলকাতা: ন্যাশনাল মেডিক্যাল কলেজে নির্যাতিতার মেডিক্যাল টেস্টে শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণেই উঠে এসেছে বলপূর্বক আঘাতের প্রমাণ, যার মধ্যে যৌনাঙ্গে গুরুতর আঘাতও রয়েছে। চিকিৎসকেরা স্পষ্ট জানিয়েছেন, এই ধরনের ক্ষত ও আঘাতের ধরন যৌন হেনস্থা বা ধর্ষণের ক্ষেত্রে দেখা যায়।
অভিযোগ পত্রে নির্যাতিতা জানিয়েছেন, তিনি অন্য স্টুডেন্টদের সঙ্গে ইউনিয়ন রুমেই বসেছিলেন৷ এমন সময় তিন অভিযুক্তের একজন তাঁকে ইউনিয়ন রুমের বাইরে ডেকে নিয়ে যায়৷ কথায় কথায় বিয়ের প্রস্তাব দেয়৷ তখন নির্যাতিতা তা প্রত্যাখ্যান করে জানায়, সে আগে থেকেই সম্পর্কে রয়েছে ও আবার ইউনিয়ন রুমে ফিরে আসে৷ এর পর কী কী হয়েছিল তাঁর সঙ্গে?
advertisement
মেডিক্যাল টেস্টের রিপোর্ট অনুযায়ী তরুণীর
advertisement
চিকিৎসকদের মতে, এই ধরনের চিহ্ন সাধারণত যৌন হেনস্থা অথবা বলপূর্বক যৌন সম্পর্কের ফলেই হয়ে থাকে।
advertisement
ফরেন্সিক বিশেষজ্ঞদের হাতে যাবে পরবর্তী পরীক্ষা
মেডিক্যাল পরীক্ষার এই পর্যবেক্ষণের পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আরও বিস্তারিত ও সুনির্দিষ্ট বিশ্লেষণের জন্য ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হবে। নির্যাতিতার শারীরিক নমুনা ফরেন্সিক বিশেষজ্ঞদের মাধ্যমে সংগ্রহ ও বিশ্লেষণ করা হবে।
advertisement
চিকিৎসকের কাছে নির্যাতিতার বয়ান: “জোর করে আটকে রেখে ধর্ষণ”
মেডিক্যাল চেকআপের সময়েও মানসিক ট্রমার মধ্যে ছিলেন নির্যাতিতা তরুণী। চিকিৎসকের কাছে তিনি জানিয়েছেন, তাঁকে জোর করে আটকে রেখে ধর্ষণ করা হয়েছিল, এবং সেই সময় তিন অভিযুক্তই ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে অভিযোগ করেছেন তিনি। এই বয়ান, আঘাতের ধরণ এবং চিকিৎসা পর্যবেক্ষণ মিলিয়ে গোটা মামলার তদন্তে এখন গুরুত্ব পাচ্ছে ফরেন্সিক মেডিসিন রিপোর্ট।
advertisement
কসবা কাণ্ডে ইতিমধ্যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা। গত ২৫ জুন ৭:৩০ থেকে ২২:৫০ পর্যন্ত শারীরিক নির্যাতন চলে নির্যাতিতার উপর৷ এমনটাই লেখা রয়েছে নির্যাতিতার অভিযোগপত্রে। ঠিক সেই সময় কলেজের ভিতরে কারা ছিল তাদের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। ইতিমধ্যে বেশ কয়েকজন পুলিশের স্ক্যানারে রয়েছে। অন্যদিকে, নিরাপত্তারক্ষীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে, তাঁকেও জিজ্ঞাসাবাদ করতে পারে তদন্তকারী আধিকারিকেরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 28, 2025 11:38 AM IST