Bengal Bjp: বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ির ইভিএম সংরক্ষণের নির্দেশ! কী হবে এবার?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bengal Bjp: এবার ১০৮ পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়েও আদালতে আবেদন করল বিজেপি।
#কলকাতা: চার পুরনিগমের নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ তুলে ৪টি পৃথক মামলা দায়ের করেছে রাজ্য বিজেপি (Bengal Bjp)। বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে এর মধ্যে ২টি মামলার শুনানি হয়। শুনানিতে আবেদনকারীর পক্ষে সওয়াল করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। এবার ১০৮ পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়েও আদালতে আবেদন করল বিজেপি।
আগামী ২৭ ফেব্রুয়ারি ভোট। সেই নির্বাচনের কমপক্ষে ৭২ ঘণ্টা আগে থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটারদের পরিচয়পত্র পরীক্ষা করার আর্জি জানান বিজেপির আইনজীবী। আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগও তুলেছে তাঁরা।
বিজেপির দাবি, একজন নিরপেক্ষ পর্যবেক্ষক এবং নিরপেক্ষ মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হোক। বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর ভোটে আদালতের নির্দেশ মানা হয়নি, সেই কারণে কমিশনের বিরুদ্ধেও পদক্ষেপের আবেদন করেছে গেরুয়া শিবির।
advertisement
advertisement
৪ পুরভোটে অশান্তি, হিংসার অভিযোগও তুলেছে তাঁরা।
বজবজ, তারকেশ্বর, দিনহাটা সহ একাধিক পুরসভায় মনোনয়ন দাখিল করতে না দেওয়ারও অভিযোগ তুলেছে বিজেপি। আর একাধিক জনস্বার্থ মামলার অভিযোগের ভিত্তিতে রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনের হলফনামা তলব করেছে হাইকোর্ট। ২১ ফেব্রুয়ারির মধ্যে হলফনামা চেয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।
advertisement
এদিকে, বিধাননগর ৩২ নং ওয়ার্ড সিপিআইএম প্রার্থীকে নিরাপত্তার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। ৪ পুরনিগমের ভোটের সিসি ক্যামেরা ফুটেজ সংরক্ষণ এবং যাবতীয় ভোট নথি সংরক্ষণের নির্দেশ। রাজ্যে চার পুরনিগমের নির্বাচনে আদালতে শাসকদলের বিরুদ্ধে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ তুলে দ্বিজেন মুখোপাধ্যায়ের ভোটদানের প্রসঙ্গও এদিন আদালতে উত্থাপন করেছে বিজেপি। একই সঙ্গে বিজেপির দাবি, সন্ত্রাস রুখতে রাজ্যের ১০৭টি পুরসভার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। বিজেপির আইনজীবীর সওয়াল শুনে বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ির ইভিএম সংরক্ষিত রাখার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 16, 2022 4:21 PM IST