Arup Biswas: আন্তর্জাতিক নারী দিবসে বড় প্রয়াস! অরূপ বিশ্বাসের হাতে দুটি বিদ্যুৎ সাব-স্টেশনের উদ্বোধন
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Arup Biswas: এই দু'টি বিদ্যুৎ সাব-স্টেশনের সমগ্র অনুমোদিত 'manpower' অর্থাৎ ইন-চার্জ, কর্মী, টেকনিক্যাল অপারেটর, সিকিউরিটির যাবতীয় দায়িত্ব সম্পূর্ণটাই রয়েছে মহিলা কর্মীদের উপর।
কলকাতা: সারা ভারতে মহিলাদের ক্ষমতায়নের যে লক্ষ্যে নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বিষয়কে মাথায় রেখেই আন্তর্জাতিক নারী দিবসে ভারতে সর্বপ্রথম ১০০ শতাংশ মহিলাদের দ্বারা পরিচালিত দু’টি বিদ্যুৎ সাব-স্টেশনের উদ্বোধন করলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন বিদ্যুৎসচিব শান্তনু বসু ও বিদ্যুৎ বণ্টন ও সংবহন সংস্থার শীর্ষ আধিকারিকেরা।
এদিন যে দুটি সাব স্টেশনের উদ্বোধন হল তার একটি পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংবহন সংস্থার(WBSETCL) সল্টলেক ১৩২ কেভি জিআই সাব-স্টেশন এবং অপরটি পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার(WBSEDCL) এলিটা গার্ডেন ভিস্তা (রাজারহাট, নিউটাউনে অবস্থিত) ৩৩ কেভি সাব-স্টেশন।
সল্টলেক ১৩২ কেভি জিআই সাব-স্টেশনের বিদ্যুৎ সংবহনের ক্ষমতা ২*৫০ এমভিএ। এই সাব-স্টেশনটি দিয়ে সল্টলেকের সেক্টর ১, সেক্টর ২, সেক্টর ৩, সল্টলেক স্টেডিয়াম-সহ মেট্রো রেলের ইস্ট-ওয়েস্ট লাইনে আরও উন্নতমানের বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করা হবে। একইসঙ্গে সল্টলেক স্টেডিয়াম ১৩২ কেভি জিআই সাব-স্টেশনটিও রিমোট অটোমেশনের মাধ্যমে এই সাব-স্টেশন থেকেই পরিচালনা করা হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ IPL 2024: আইপিএলে কোন অধিনায়কের মাইনে সবথেকে বেশি? জানলে চমকে যাবেন
এলিটা গার্ডেন ভিস্তা সাব-স্টেশনটির ক্যাপাসিটি ১২ এমভিএ। এটি প্রায় ২০০০ গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করবে। এই সাব-স্টেশনটি চালু হওয়ার ফলে রাজারহাট নিউটাউনের বিস্তীর্ণ এলাকায় আরো সুষ্ঠুভাবে বিদ্যুৎ বন্টন করা যাবে এবং ভবিষ্যতে গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা অতি সহজেই মেটানো সম্ভব হবে।
advertisement
এই দু’টি বিদ্যুৎ সাব-স্টেশনের সমগ্র অনুমোদিত ‘manpower’ অর্থাৎ ইন-চার্জ, কর্মী, টেকনিক্যাল অপারেটর, সিকিউরিটির যাবতীয় দায়িত্ব সম্পূর্ণটাই রয়েছে মহিলা কর্মীদের উপর। মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী দ্বারা পরিচালিত আমাদের রাজ্যই মহিলাদের ক্ষমতায়নে এই অভূতপূর্ব নিদর্শন রাখল। এই ধরনের ব্যবস্থা গ্রহণ সামাজিক ক্ষেত্রেও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 08, 2024 7:40 PM IST