Arpita Mukherjee: টাকা- গয়না পার্থরই, স্বীকার করে রাজসাক্ষী হতে চান অর্পিতা! চার্জশিটে দাবি ইডি-র

Last Updated:

ইডি-র জেরায় অর্পিতা আরও অভিযোগ করেছেন, সিম্বায়োসিস মার্চেন্টস প্রাইভেট লিমিটেড নামে পার্থ চট্টোপাধ্যায়ের একটি বেনামী সংস্থাতেও তাঁকে জোর করে ডিরেক্টর করা হয়েছিল৷

তবে সশরীরে নয়, বুধবারও ভার্চুয়াল হাজিরা দেবেন এসএসসি দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হওয়া পার্থ ও অর্পিতা। এর আগের বারও ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন তাঁরা।
তবে সশরীরে নয়, বুধবারও ভার্চুয়াল হাজিরা দেবেন এসএসসি দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হওয়া পার্থ ও অর্পিতা। এর আগের বারও ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন তাঁরা।
#কলকাতা: তাঁর দু'টি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ৪৯.৮০ কোটি টাকা এবং পাঁচ কোটি টাকারও বেশি মূল্যের সোনার গয়নার মালিক আসলে পার্থ চট্টোপাধ্যায়৷ ইডি-র জেরায় এ কথা স্বীকার করে নিয়ে রাজসাক্ষী হতেও তৈরি অর্পিতা মুখোপাধ্যায়৷ এসএসসি দুর্নীতি কাণ্ডে চার্জশিট জমা দিয়ে এমনই দাবি করল ইডি৷ ১৫২ পাতার চার্জশিটের ৭৪ নম্বর পাতায় অর্পিতার এই স্বীকারোক্তির কথা জানিয়েছে ইডি৷
চার্জশিটে ইডি দাবি করেছে, নিজের এবং নিজের পরিবারের নিরাপত্তার কথা ভেবেই প্রথমে টাকার মালিকানা নিয়ে সত্যিটা বলতে ভয় পেয়েছিলেন অর্পিতা৷ কিন্তু গত ৪ অগাস্ট ইডি-র জিজ্ঞাসাবাদের সময় তিনি জানান, ওই টাকা এবং সোনার গয়নার মালিক পার্থ চট্টোপাধ্যায়ই৷ এই স্বীকারোক্তির জন্য যাতে তাঁর প্রতি নরম মনোভাব নেওয়া হয়, আদালতের কাছে অর্পিতা সেই আর্জিও জানাতে চান বলে চার্জশিটে উল্লেখ করেছে ইডি৷
advertisement
advertisement
ইডি-র জেরায় অর্পিতা আরও অভিযোগ করেছেন, সিম্বায়োসিস মার্চেন্টস প্রাইভেট লিমিটেড নামে পার্থ চট্টোপাধ্যায়ের একটি বেনামী সংস্থাতেও তাঁকে জোর করে ডিরেক্টর করা হয়েছিল৷ ওই সংস্থায় পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে থাকা শেয়ার তাঁর নামে করে দেওয়া হয়েছিল বলে দাবি অর্পিতার৷ পার্থ ঘনিষ্ঠ মনোজ জৈন নামে এক ব্যক্তিই এই কাজ করেছিলেন বলে ইডি-র চার্জশিটে উল্লেখ করা হয়েছে৷ মনোজ জৈন অর্পিতাকে বলেছিলেন, পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে সোহিনি চট্টোপাধ্যায় ভবিষ্যতে বিদেশ থেকে ফিরে এলে ওই শেয়ারগুলি তাঁর নামে স্থানান্তরিত করে দেওয়া হবে৷
advertisement
অর্পিতা এমনও দাবি করেছেন, তাঁর অজান্তেই বেলঘড়িয়ার ফ্ল্যাটের ঠিকানা একটি সংস্থার অফিস হিসেবে নথিভুক্তি করিয়ে নিয়েছিলেন পার্থ৷ অর্পিতার এই সমস্ত বয়ানকেই পার্থর বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ প্রমাণে হাতিয়ার করছে ইডি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Arpita Mukherjee: টাকা- গয়না পার্থরই, স্বীকার করে রাজসাক্ষী হতে চান অর্পিতা! চার্জশিটে দাবি ইডি-র
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement