Arpita Mukherjee || SSC Scam: সিজিও-তে আনার পথে গাড়িতে ধাক্কা! চোট পেলেন অর্পিতা, SSC দুর্নীতি কাণ্ডে ED-র দফতরে জেরা শুরু

Last Updated:

Arpita Mukherjee || SSC Scam: এসএসসি দুর্নীতিকাণ্ডে শনিবারই গ্রেফতার করা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়কে। তাঁর বাড়ি থেকে ২১ কোটি টাকা নগদ উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

চোট পেলেন অর্পিতা মুখোপাধ্যায়
চোট পেলেন অর্পিতা মুখোপাধ্যায়
অনুপ চক্রবর্তী
#কলকাতা : ইডি দফতরে যাওয়ার পথেই আচমকা গাড়িতে  ধাক্কা। হালকা চোট পেলেন এসএসসি দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়। আজ সন্ধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) ব্যাঙ্কশাল আদালতের শুনানির পরে কোর্ট থেকে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে আনার সময় উল্টোদিক থেকে আসা একটি গাড়িতে ধাক্কা লাগে তার গাড়ির। তাতেই একটু চোট পান অর্পিতা। তবে সূত্রের খবর বড়সড় কিছু হয়নি (Arpita Mukherjee || SSC Scam)।
advertisement
প্রাথমিকভাবে জানা গিয়েছে সল্টলেকে যাওয়ার পথে সল্টলেক আমরির কাছে এই ঘটনা ঘরে। অর্পিতা মুখোপাধ্যায় গাড়ি আরেকটি সামনের গাড়িতে ধাক্কা মারে। এই ঘটনায় অর্পিতা মুখোপাধ্যায় হালকা চোট পান।জানা গিয়েছে রাস্তায় ছোট্ট একটা ঠোকাঠুকি হয়েছিল দুটি গাড়ির। তাতেই একটু ব্যথা পান অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। এদিকে নিজেদের হেফাজতে নিয়েই অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করে দিয়েছে ইডি আধিকারিকরা। চলছে লাগাতার জেরা। এমনটাই সূত্রের খবর (Arpita Mukherjee || SSC Scam)।
advertisement
advertisement
এসএসসি (SSC) দুর্নীতিকাণ্ডে শনিবারই গ্রেফতার করা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়কে। তাঁর বাড়ি থেকে ২১ কোটি টাকা নগদ উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে এই প্রথম নয়, ইডি সূত্রে খবর, এর আগেও তিন বার অর্পিতাকে তলব করা হয়েছিল। জানা যায় একটি বিজনেস স্কুলের আর্থিক দুর্নীতিকাণ্ডেও (SSC Scam Case) নাম উঠে এসেছিল অর্পিতার। ইডির (ED) ডাক পেয়ে দু'বার জেরার মুখেও পড়তে হয়েছিল অর্পিতাকে। শনিবার গ্রেফতার হওয়ার পর তাকে সিজিও কমপ্লেক্সে রাখা হয়েছিল। আর রবিবার তাঁকে ফের নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই (ESI Hospital) হাসপাতালে। রবিবার হাসপাতাল চত্বরে সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়েন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee || SSC Scam)
advertisement
প্রসঙ্গত, এদিন অর্পিতার (Arpita Mukherjee) জামিনের আবেদন খারিজ হল ব্যাঙ্কশাল কোর্টে। এক দিনের জন্য তাকে নিজেদের হেফাজতে নিল ইডি (ED)। সোমবার পর্যন্ত থাকবেন সেখানেই। রবিবার জোকার ইএসআই হাসপাতালে অর্পিতা মুখোপাধ্যায়ের স্বাস্থ্যপরীক্ষা করানো হয় ৷ তারপর তাঁকে পেশ করা হয় ব্যাঙ্কশাল আদালতে৷ সূত্রের খবর, অর্পিতাকে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে ইডি ৷ তাঁদের দাবি, অর্পিতা সুস্থ, এ বিষয়ে মেডিক্যাল পরীক্ষার রিপোর্টও পেশ করা হয়েছে ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Arpita Mukherjee || SSC Scam: সিজিও-তে আনার পথে গাড়িতে ধাক্কা! চোট পেলেন অর্পিতা, SSC দুর্নীতি কাণ্ডে ED-র দফতরে জেরা শুরু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement