Arpita Mukherjee: কালো কাচ ঢাকা গাড়িতে আসতেন অর্পিতা, রাত বাড়লেই বেরোতেন ভ্রমণে

Last Updated:

নিঝুম রাতের অন্ধকার চিরে কালো ফরচুনার দৌড়াতো কোলাঘাটের দিকে। তাল কেটেছিল ডায়মন্ড হারবারে।

অর্পিতা মুখোপাধ্যায়
অর্পিতা মুখোপাধ্যায়
কলকাতা: রাত বাড়লেই ডায়মন্ড হারবার রোডের উপর এসে দাঁড়াত কালো ফরচুনার। কখনও বা সাদা বিলাসবহুল ইনোভা গাড়িটা। কালো কাচে ঘেরা গাড়ির ভেতরেই থাকতেন তিনি। এই ঘটনার অন‍্যতম কেন্দ্রীয় চরিত্র অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। বড় একটা গাড়ির কাচ নামাতে বা গাড়ি থেকে ওনাকে নামতে দেখা যেত না। ডায়মন্ড হারবার রোডের ওপর নির্দিষ্ট জায়গায় অপেক্ষার সময় লম্বা হলে গাড়ির ম‍্যাডামের জন্য দামি দামি খাবারের লাইন লেগে যেত। ম্যাডাম কী খাবেন আর ম্যাডামের কী লাগবে, জানতে দৌড়াদৌড়ি শুরু হয়ে যেত অমল, অরবিন্দ, টুটুর মতো দাদার অনুগামীদের।
গাড়ির মালকিনের জন‍্য এলাহি খাবার আসতো শহরের নামজাদা রেস্তোরাঁগুলি থেকে। ম্যাডামের গুডবুকে উঠতে পারলে যে দাদার কাছেও নম্বর বাড়বে! তাই ম‍্যাডামকে খুশি করার চেষ্টায় কসুর থাকত না। দিন কয়েক আগেও ডায়মন্ড হারবার রোডের ওপর পার্থ চট্টোপাধ্যায়ের অফিসের বাইরে এই ছবি দেখা যেত আখছার, প্রায়শই। রাত বাড়লে শহর ঘুরতে বেরিয়ে পড়তেন যুগলে।
advertisement
advertisement
কোনওদিন ডায়মন্ড হারবার রোড ধরে কোলাঘাটের দিকে। কোনওদিন আবার হাইওয়ে ধরে সোজা ডায়মন্ডে। রাতের নিঝুম কলকাতায় রাজপথ চিরে ঝড় তুলে দৌড়ত বিলাসবহুল গাড়ি।
advertisement
কোলাঘাটের নামী হোটেলের সামনে থমকে দাঁড়াতো বিলাসবহুল চার চাকা। গাড়ির ভেতরে বসেই এলাহি খাবারের আয়োজনে নৈশভোজ সারত যুগল। এইভাবেই বেশ কিছুটা সময় কাটিয়ে কলকাতা ফিরতে ফিরতে মধ‍্যরাত পেরিয়ে ঘড়ির কাঁটা পৌঁছে যেত ২.৩০ / ৩টে।
মাঝেমধ্যে তাল যে কাটতো না, তা অবশ্য নয়! ডায়মন্ড হারবারেই একবার এই রকম  নৈশভ্রমণে গিয়ে উজির, জাহাঙ্গীরদের রোষে পড়তে হয়েছিল। সেই যাত্রায় রক্ষা মিলেছিল অনেক কাঠ খড় পুড়িয়ে। শোনা যায়, এই ঘটনার পর থেকেই দক্ষিণের সেই উজির, জাহাঙ্গীরদের সঙ্গে সম্পর্কে টোল পড়েছিল রাজ্যের হেভিওয়েট মন্ত্রী মশাইয়ের। তবে আজ সেই সব কথা থাক! সে না হয় অন্য আরেক দিন হবে!
advertisement
PARADIP GHOSH 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Arpita Mukherjee: কালো কাচ ঢাকা গাড়িতে আসতেন অর্পিতা, রাত বাড়লেই বেরোতেন ভ্রমণে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement