সারদা তদন্তে প্রথমে কী তথ্য সংগ্রহ হয়? অর্ণব ঘোষকে তলব সিবিআইয়ের
Last Updated:
#কলকাতা: রাজীব কুমারকে দ্বিতীয় বার তলব করার প্রস্তুতি। অর্ণব ঘোষকে জিজ্ঞাসাবাদ করার পরই তলব করা হবে রাজীব কুমারকে। প্রথম তলবে সিবিআই দফতরে যাননি রাজীব। তাই এবার রাজীব মামলায় দিল্লির কর্তাদের থেকে পরামর্শ নিচ্ছে সিবিআই। পাশাপাশি বারসাত আদালত ও কলকাতা হাইকোর্টে রাজীব কোনও আবেদন করেন কিনা সেদিকেও নজর রাখছে সিবিআই। নজর রাখা হচ্ছে তাঁর গতিবিধির ওপরও । বারবার অসহযোগীতা করলে রাজীব কুমারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলেও জানা যাচ্ছে।
ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে পৌঁছেও গেছেন বিধাননগরের প্রাক্তন গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষকে। সারদা তদন্তে রাজীব কুমারের সঙ্গে দায়িত্বে ছিলেন অর্ণব ঘোষ। অর্ণব ঘোষের পাশাপাশি সারদা তদন্তে যুক্ত অন্য অফিসারদেরও তলব করা হয়েছে। সারদা তদন্তে কী কী তথ্য সংগ্রহ হয়? অফিসারদের জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। রাজ্যের অফিসারদের বয়ানও রেকর্ড করা হবে বলে জানা যাচ্ছে।
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 29, 2019 10:48 AM IST