অঙ্গ প্রতিস্থাপনে অনিয়মের অভিযোগ, অ্যাপোলোকে শোকজ রোটো-র
Last Updated:
#কলকাতা: অঙ্গ প্রতিস্থাপন নিয়ে প্রশ্নের মুখে অ্যাপোলো কর্তৃপক্ষের ভূমিকা। রাজ্যের কাউকে না দিয়ে কেন ভিনরাজ্যের বাসিন্দাকে অঙ্গ দেওয়া হল? অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজ করল রোটো। শিলিগুড়ির মল্লিকা মজুমদারের ব্রেন ডেথের পর তার লিভার প্রতিস্থাপন নিয়ে বিতর্ক।
ব্রেন ডেথের পর অঙ্গ প্রতিস্থাপন নিয়ে রাজ্যে বাড়ছে সচেতনতা। এই আবহেই অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। গত সতেেরাই অগাস্ট ব্রেন ডেথ হয় শিলিগুড়ির মল্লিকা মজুমদারের। ওই কিশোরীর একটি কিডনি পান খড়দহের মৌমিতা চক্রবর্তী, অপরটি প্রতিস্থাপিত হয় সোদপুরের সন্দীপ দাসের শরীরে। তবে লিভার প্রতিস্থাপন ঘিরে বিতর্কের সূত্রপাত।
মল্লিকার লিভার বসে হায়দরবাবাদের রমাকান্ত নায়েকের দেহে। রমাকান্তকে চেন্নাই অ্যাপোলো থেকে কলকাতায় আনা হয়। অভিযোগ ওঠে, লিভার প্রতিস্থাপনে অনিয়ম হয়েছিল।
advertisement
advertisement
নিয়ম অনুযায়ী, যে হাসপাতালে রোগীর ব্রেন ডেথ হয়েছিল সেখানে কারও অঙ্গ প্রতিস্থাপনের দরকার হলে তিনিই অগ্রাধিকার পাবেন। সেখানে কোনও রোগী না থাকলে রাজ্যের অন্য সরকারি হাসপাতালে দেখা হবে। তারপর দেখা হবে রাজ্যের বেসরকারি হাসপাতালগুলি। তারপর পালা রাজ্যের বাইরের অন্য হাসপাতাল। এক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি। এসএসকেএম হাসপাতালে মল্লিকার ব্রেন ডেথের পর ওই হাসপাতাল থেকেই এক রোগীর নাম পাঠানো হয়। কিন্তু তাঁর শরীরে মল্লিকার লিভার প্রতিস্থাপন করা হয়নি। লিভার প্রতিস্থাপন করা হয় চেন্নাই অ্যাপোলোয় ভর্তি রোগীর শরীরে।
advertisement
ঘটনায় রাজ্য স্বাস্থ্য দফতরের অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত নোডাল অফিসার অদিতি কিশোর সরকারকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তিনি বেসরকারি হাসপাতালকে সুযোগ পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ ওঠে। এই নিয়ে শুক্রবার রোটোর বৈঠকে তলব করা হয় অ্যাপোলো কর্তৃপক্ষকে। তাদের প্রতিনিধি সদুত্তর দিতে না পারায় শোকজ করা হয়। সাতদিনের মধ্যে কারণ দর্শাতে হবে। স্বাস্থ্য ভবন সূত্রের খবর, ঠিকঠাক জবাব না পেলে অ্যাপোলোর অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত লাইসেন্স বাতিল হতে পারে।
advertisement
প্রতিস্থাপন বিতর্ক নিয়ে অ্যাপোলো কর্তৃপক্ষর দাবি, তাঁদের শোকজ করা হয়নি, ব্যাখ্যা চাওয়া হয়েছে। তাঁরা রোটোকে লিখিত ব্যাখ্যা দেবেন।
সপ্তমীর দিন অ্যাপোলোয় এক রোগীর ব্রেন ডেথ হয়। অঙ্গ প্রতিস্থাপন নিয়ে তখনও অ্যাপোলো কর্তৃপক্ষের বিরুদ্ধে টালবাহানার অভিযোগ উঠেছিল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 10, 2018 3:06 PM IST