Anupam Hazra: 'অনেক খেলা বাকি আছে', 'যুদ্ধ' লেগে গেল সুকান্ত-অনুপমের! বঙ্গ বিজেপিতে শোরগোল

Last Updated:

Anupam Hazra: অনুপম হাজরার 'অনেক খেলা বাকি আছে' এই মন্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কার্যত খোঁচা ও বার্তা দিয়ে বললেন,' 'উনি ফেসবুকে কি লিখেছেন জানি না।''

যুদ্ধ দুই নেতার
যুদ্ধ দুই নেতার
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ‘খেলাধুলা করা শরীরের পক্ষে ভাল।’ অনুপম হাজরাকে খোঁচা ও একই সঙ্গে বার্তাও দিলেন সুকান্ত মজুমদার। তাঁর সুরক্ষার দায়িত্বে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী প্রত্যাহার করার পর এ রাজ্যের একমাত্র দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা দাবি করেছেন যে, গত নভেম্বর মাসে একটি বিশেষ ঘটনার কারণে তিনি নিজেই নাকি আবেদন করেছিলেন নিরাপত্তা প্রত্যাহার করে নিতে।
পাশাপাশি ‘অনেক খেলা বাকি আছে’ বলেও একপ্রকাযুদ্ধ দুই নেতারর হুঁশিয়ারির সুরও শোনা যায় অনুপমের গলায়। সোশ্যাল মিডিয়ায় গতকাল, বৃহস্পতিবার অনুপম এও লেখেন,’ এক এক ব্যাটসম্যানের খেলার ধরন এক এক রকম। সব ব্যাটসম্যানকে এক ধাঁচে ফেললে মুশকিল। চোর মুক্ত বিজেপি চাই।’
advertisement
advertisement
আর অনুপম হাজরার ‘অনেক খেলা বাকি আছে’ এই মন্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কার্যত খোঁচা ও বার্তা দিয়ে বললেন,’ ‘উনি ফেসবুকে কি লিখেছেন জানি না। তবে খেলাধুলা করা শরীরের পক্ষে ভাল। উনি অনেকদিন অসুস্থ ছিলেন। খেলতে পারেননি। এখন খেলবেন, তাতে কোনও অসুবিধা নেই।’
advertisement
পাশাপাশি অনুপম হাজরার কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী প্রত্যাহার করা নিয়ে সুকান্ত মজুমদারের কথায়,’ কারা কারা নিরাপত্তা পাবেন এই বিষয়টি পুরোপুরি আইবি ডিপার্টমেন্ট দেখে। স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে সুপারিশ করে। কাউকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দেওয়া হবে কি না হবে এটা একান্তই স্বরাষ্ট্র মন্ত্রকের বিষয়। আমি যখন রাজ্য বিজেপি সভাপতি হয়েছিলাম আমিও অনেকদিন কেন্দ্রীয় নিরাপত্তা বেষ্টনির মধ্যে ছিলাম না। পরবর্তীকালে আমি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পেয়েছি। পরবর্তীকালে আইবি ডিপার্টমেন্ট আমার জীবনের ঝুঁকি রয়েছে বলে মনে করায় আমার সুরক্ষায় কেন্দ্র বাহিনী মোতায়েন করেছে।’
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anupam Hazra: 'অনেক খেলা বাকি আছে', 'যুদ্ধ' লেগে গেল সুকান্ত-অনুপমের! বঙ্গ বিজেপিতে শোরগোল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement