Anubrata Mondal News: জেরায় হাউহাউ করে কেঁদে ফেললেন অনুব্রত কন্যা! ইডি-কে যা বললেন, তোলপাড় বাংলা

Last Updated:

Anubrata Mondal News: ইডি সূত্রে খবর, গরু পাচারের টাকা কোথায় গেল, সেই সংক্রান্ত বিষয়ে এখনও জিজ্ঞাসাবাদ করা দরকার অনুব্রত ও সুকন্যাকে। গরু পাচার মামলায় কেন্দ্রীয় সংস্থার হাতে যে নথি এসেছে, তার ভিত্তিতে তৃণমূল নেতা ও তাঁর মেয়েকে আরও জিজ্ঞাসাবাদ করা দরকার।

চাপ বাড়ছে সুকন্যার উপর
চাপ বাড়ছে সুকন্যার উপর
কলকাতা: বাবার গ্রেফতারের ৯ মাসের মধ্যে গ্রেফতার করা হয়েছে মেয়েকে। অনুব্রত মণ্ডলের গ্রেফতারের ৯ মাস পর ইডির হাতে গ্রেফতার তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল। গত বুধবার দিল্লির ইডি অফিসে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার আদালতে তোলা হলে তাঁকে ৩ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই পরিস্থিতিতে সবথেকে বড় প্রশ্ন, অনুব্রত মণ্ডলের সঙ্গে কবে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে সুকন্যা মণ্ডলকে? ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই বারংবার জেরার মুখে পড়ে হাউহাউ করে কেঁদে ফেলেন সুকন্যা। অধিকাংশ প্রশ্নের উত্তরই তিনি এখনও এড়িয়ে যাচ্ছেন। তাঁর মুখে এখন একটাই কথা, বাবার সঙ্গে দেখা করতে চাই!
ইডি সূত্রে খবর, গরু পাচারের টাকা কোথায় গেল, সেই সংক্রান্ত বিষয়ে এখনও জিজ্ঞাসাবাদ করা দরকার অনুব্রত ও সুকন্যাকে। গরু পাচার মামলায় কেন্দ্রীয় সংস্থার হাতে যে নথি এসেছে, তার ভিত্তিতে তৃণমূল নেতা ও তাঁর মেয়েকে আরও জিজ্ঞাসাবাদ করা দরকার। কোথা থেকে অনুব্রত ও সুকন্যার এত সম্পত্তি এল, সে বিষয়ে দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর। তবে, শুধু সুকন্যাকে এই সমস্ত প্রশ্ন করা হলেও তিনি সেগুলো জানি না বলে এড়িয়েই গিয়েছেন।
advertisement
advertisement
গরু পাচার মামলায় সিবিআই যে চার্জশিট দিয়েছে তাতে দেখা যাচ্ছে সুকন্যা মণ্ডলের বার্ষিক আয় চোখে পড়ার মতো। এমনকি করোনাকালে যখন মানুষ রোজগার হারিয়েছিল, সেই সময়ও তার বার্ষিক আয় ছিল ১ কোটি টাকা। সিবিআইয়ের তরফ থেকে ৩৫ পাতার যে চার্জশিট পেশ করা হয়েছে, তাতেই সুকন্যা মন্ডলের সম্পত্তি বৃদ্ধির গ্রাফ স্পষ্ট।
advertisement
এই সমস্ত প্রশ্ন নিয়েই সুকন্যাকে দফায় দফায় জেরা করছেন ইডি আধিকারিকরা। সেই জেরার মুখেই কান্নায় ভেঙে পড়েন সুকন্যা। ইডি অফিসারদের বলেন, ''‌আমি কিছু করিনি। ব্যবসা সংক্রান্ত কোনও তথ্য আমি দিতে পারব না। আমি বান্ধবীর সঙ্গে কথা বলতে চাই। বাবার সঙ্গেও কথা বলতে চাই।'' বীরভূম থেকে বান্ধবী সুতপা পালকে সঙ্গে নিয়েই নয়াদিল্লি গিয়েছিলেন সুকন্যা মণ্ডল। কিন্তু গ্রেফতার হতেই সুতপাকেও দেখা গিয়েছে ইডির সদর দফতরের সামনে বসে কান্নায় ভেঙে পড়েছেন। এখন সুকন্যাকে নিয়ে ইডি কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal News: জেরায় হাউহাউ করে কেঁদে ফেললেন অনুব্রত কন্যা! ইডি-কে যা বললেন, তোলপাড় বাংলা
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement