Kolkata News: শনিবার রাত সাড়ে দশটা, তপসিয়ায় ঢুকল একটি নীল গাড়ি, তারপরই হাড়হিম গোটা এলাকার!
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:Onkar Sarkar
Last Updated:
Kolkata News: রাতের শহরে ফের পথ দুর্ঘটনা! তপসিয়ায় আহত তিন।
ওঙ্কার সরকার, কলকাতা: রাতের কলকাতায় ফের পথ দুর্ঘটনা ! আহত ৩। শনিবার রাত সাড়ে দশটা নাগাদ তপসিয়া থানা অঞ্চলের ক্রিস্টোফার রোডে এক বেপরোয়া গাড়ি ধাক্কা মারে তিন জনকে। আহত তিনজনকে স্থানীয় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তিন জনেরই শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পলাতক ঘাতক গাড়ির চালক।
রাজ্য সরকার এবং কলকাতা পুলিশের তরফে পথ দুর্ঘটনা আটকাতে সেফ ড্রাইভ সেভ লাইফের মত একাধিক পদক্ষেপ গ্রহণ করা হলেও বেপরোয়া গাড়ির দুর্ঘটনা আটকানো পুরোপুরি সম্ভব হয়নি। শনিবার রাতে ফের গাড়ির ধাক্কায় আহত হলেন ৩ জন। ক্রিস্টোফার রোডের প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, রাত সাড়ে দশটা নাগাদ নীল রংয়ের একটি গাড়ি বেপরোয়া গতিতে এগিয়ে যেতে থাকে ট্যাংরা অঞ্চলের দিকে। একটা সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি রিক্সা, তারপর এক বাইক আরোহী এবং শেষে এক পথচারীকে ধাক্কা মারে। এরপর গাড়িটি একটি দেওয়াল এ গিয়ে ধাক্কা মেরে সেখানেই আটকে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা আহত তিনজনকে উদ্ধার করে।
advertisement
advertisement
সেই সময়কে কাজে লাগিয়ে ঘাতক ওই গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ এসে ঘাতক গাড়িটি উদ্ধার করে তপসিয়া থানায় নিয়ে গিয়েছে। গাড়ির চালক তথা গাড়ির মালিকের খোঁজে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তপসিয়া থানার পুলিশ। স্থানীয়দের বক্তব্য বাইক রিক্সা চালক দুজনেই আহত হয়েছেন। তবে পথচারীর আঘাত বেশ গুরুতর বলেই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ৩ জন আহত বেক্তিকেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।
advertisement
তপসিয়া থানার অন্তর্গত ক্রিস্টোফার রোডের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গাড়ি এই রাস্তায় বেপরোয়া ভাবেই চালান অনেকেই। গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণে আনতে পুরসভার তরফে বেশ কয়েকটি বাম্পার রাস্তার ওপর দেওয়া হলেও এখনো বেপরোয়াভাবেই এই অঞ্চলে গাড়ি চালায় বহু গাড়ির চালক। এ বিষয়ে ঘটনাস্থলে আসা তপসিয়া থানার পুলিশ আধিকারিকদের মৌখিক ভাবে অভিযোগও জানান স্থানীয় বাসিন্দারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 30, 2023 9:12 AM IST