Anubrata Mondal | Sukanya Mondal: শুধু অনুব্রত নয়, সুকন্যার সঙ্গেও দেখা দোলা-অসিতের, তিহাড় থেকে বেরিয়েই বিস্ফোরক অভিযোগ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
অনুমতি আগে থেকে নেওয়াই ছিল৷ শুক্রবার বেলা ১১টা নাগাদ তিহাড়ে পৌঁছন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং বোলপুরের সাংসদ অসিত মাল৷ বেশ কিছুক্ষণ সেখানে থাকার পরে তিহাড় থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন দোলা৷ জানান, শারীরিক দিক থেকে আপাতত ভালই আছেন অনুব্রত মণ্ডল ও তাঁর কন্যা সুকন্যা৷
নয়াদিল্লি: অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তিহাড়ে গেলেন তৃণমূলের দুই সাংসদ। এদিন কেষ্টর শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি, দল যে তাঁর পাশে রয়েছে, সেই বার্তাও দেন তাঁরা৷ তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। অনুব্রতের ছাড়া এদিন সুকন্যার সঙ্গেও দেখা করেন দোলা-অসিতরা৷
অনুমতি আগে থেকে নেওয়াই ছিল৷ শুক্রবার বেলা ১১টা নাগাদ তিহাড়ে পৌঁছন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং বোলপুরের সাংসদ অসিত মাল৷ বেশ কিছুক্ষণ সেখানে থাকার পরে তিহাড় থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন দোলা৷ জানান, শারীরিক দিক থেকে আপাতত ভালই আছেন অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে৷
আরও পড়ুন: ‘কেমন আছো অনুব্রত?’, জানতে অবশেষে তিহাড়ে হাজির দুই তৃণমূল সাংসদ! কী কথা হল?
কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগও তোলেন দোলা৷ বলেন, ‘‘সুকন্যা তো রাজনীতিতেই ছিল না। কিন্তু বাবাকে চাপ দেওয়ার জন্য ওকে গ্রেফতার করা হল। এটা খুবই দুর্ভাগ্যজনক।’’
advertisement
advertisement
আরও পড়ুন: হঠাৎ করেই মোটরবাইকে উঠে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়, মাথায় সাদা হেলমেট, ভিডিও ভাইরাল
বৃহস্পতিবারই গরুপাচার মামলায় সুকন্যা মণ্ডলের জামিনের আবেদন খারিজ করেছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। একইসঙ্গে কার্যত স্থগিত হয়ে গিয়েছে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানিও। সোমবার থেকে গরমের ছুটি পড়ে যাওয়ার কারণে আগামী এক মাসে আর এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা প্রায় নেই। ফলে জুন মাসও কার্যত তিহাড় জেলেই কাটাতে হবে অনুব্রত ও সুকন্যাকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
June 02, 2023 3:19 PM IST