Anubrata Mondal | Manish Kothari: অক্সিজেন মাস্ক পরে ঘুমোতে হচ্ছে রাতে! হঠাৎই কী হল অনুব্রত মণ্ডলের..
- Published by:Satabdi Adhikary
- Written by:Rajib Chakraborty
Last Updated:
অনুব্রতর আইনজীবী সম্পৃক্তা ঘোষাল জানিয়েছেন, বৃহস্পতিবার থেকেই শ্বাসকষ্টে ভুগছেন তিনি। শনিবার সকালে স্বাস্থ্য পরীক্ষা করা হবে অনুব্রত মণ্ডলের। রাতে অক্সিজেন মাস্ক পরে ঘুমাতে হচ্ছে কেষ্টকে।
নয়াদিল্লি: ইডি হেফাজতে অসুস্থ হয়ে পড়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর আইনজীবী সম্পৃক্তা ঘোষাল জানিয়েছেন, গত বৃহস্পতিবার থেকেই শ্বাসকষ্টে ভুগছেন তিনি। আগামিকাল, শনিবার সকালে স্বাস্থ্যপরীক্ষা করানো হবে অনুব্রত মণ্ডলের। রাতে অক্সিজেন মাস্ক পরে ঘুমোতে হচ্ছে কেষ্টকে।
এদিকে, শুক্রবারও ঘণ্টা দেড়েক জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত মণ্ডলকে। একইসঙ্গে এদিন জেরা করা হয় তাঁর রাঁধুনি বিজয় রজককে। তাঁকে প্রয়োজনে শনিবার ফের ডাকা হতে পারে বলে জানিয়েছে ইডি।
আরও পড়ুন: প্লাস্টিকে মোড়া শিশুর দেহ খুবলে খাচ্ছে কাক! সাতসকালে বেহালার সরশুনায় শিউরে ওঠা দৃশ্য
ইতিমধ্যেই, অনুব্রত মণ্ডলের চ্যাটার্ড অ্যাকাউট্যান্ট মণীশ কোঠারিকে গ্রেফতার করেছে ইডি। সূত্রের খবর, ইডির জেরায় সব দায় মণীশের উপরে চাপিয়ে দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। গত ১৫ মার্চ আদালতে ইডি-র আইনজীবী এ কথা তাঁকে জানানোর পরেই কান্নায় ভেঙে পড়েছিলেন মণীশ। তবে তার পাল্টা এবার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেও সরব হতে শুরু করেছেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন: বদলির জন্য আবেদন করেছেন? বাড়তে পারে চিন্তা, দেখুন কী বললেন শিক্ষামন্ত্রী..
সূত্র মারফত জানা গিয়েছে, ইডি অফিসারদের মণীশ কোঠারি জানিয়েছেন, যা তিনি করেছেন অনুব্রত মণ্ডলের নির্দেশেই করেছেন। নিজে থেকে কিছু করেননি। তদন্তকারীদের সামনে নিজেকে পেশাদার চ্যাটার্ড অ্যকাউট্যান্ট হিসেবে দাবি করেছেন মণীশ।
রাজীব চক্রবর্তী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
March 17, 2023 9:11 PM IST