School Teacher | Transfer Policy: বদলির জন্য আবেদন করেছেন? বাড়তে পারে চিন্তা, দেখুন কী বললেন শিক্ষামন্ত্রী..
- Published by:Satabdi Adhikary
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
ইতিমধ্যেই রাজ্য স্কুল শিক্ষা দফতর সমীক্ষা করে দেখেছে, প্রায় আট হাজারটি স্কুলের ক্ষেত্রে ছাত্রছাত্রীর ও শিক্ষক-শিক্ষিকার সংখ্যার অনুপাতে তারতম্য রয়েছে।
কলকাতা: হাইকোর্ট ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে রাজ্যের স্কুলগুলিতে যাতে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের অনুপাত বজায় রাখা হয়, তার জন্য প্রয়োজনীয় বদলিনীতি তৈরি করতে। ইতিমধ্যে, সেই নীতি তৈরিও করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। কিন্তু নীতি তৈরি হলেও তা এখনই কার্যকর করার পথে হাঁটছে না রাজ্য। স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। স্কুলগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হলে, তবেই হাইকোর্টের নির্দেশে বদলি নীতি কার্যকর হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "আমরা ইতিমধ্যেই একটি সমীক্ষা চালিয়েছি। কোথায় কতজন ছাত্রছাত্রী রয়েছে। সেখানে শিক্ষক শিক্ষিকা উদ্বৃত্ত রয়েছে কি না। এরকম প্রায় আট হাজার স্কুলের তালিকা আমরা তৈরি করেছি। এবার আমরা পুনর্বিন্যাস শুরু করব। যে মুহূর্তে, আমরা নতুন নিয়োগ শুরু করে দেব, তারপর থেকেই পুনর্বিন্যাসের কাজ শুরু হবে।"
আরও পড়ুন: কামড়ে দিয়েছিল বেড়াল! সাহায্য চাওয়ার পরেও পাশে থাকেননি বিধায়ক, নেতাকে কড়া ধমক মমতার
দেখা গিয়েছে, রাজ্যের কোনও স্কুলে ছাত্র-ছাত্রীদের সংখ্যা কম, অথচ শিক্ষক-শিক্ষিকাদের সংখ্যা বেশি। আবার কোনও স্কুলে ছাত্রীদের সংখ্যা বেশি, অথচ শিক্ষক - শিক্ষিকার সংখ্যা কম থাকায় হিমশিম খাচ্ছেন টিচাররা। তাই সমস্ত সরকারি স্কুলে ছাত্র-শিক্ষক অনুপাত ঠিক রাখার বিষয়ে বিশেষ নীতি তৈরি করতে বলেছিল হাইকোর্ট। সেই নীতিই ইতিমধ্যে তৈরি করে ফেলে রাজ্য স্কুল শিক্ষা দফতর। তবে তা, নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিক না হওয়ায় তা প্রণয়ন করা যাচ্ছে না এখনই।
advertisement
advertisement
আরও পড়ুন: শুধু বনি সেনগুপ্তই নন! কুন্তল ঘোষের কাছ থেকে আরও অনেক টলি তারকার অ্যাকাউন্টে গেছে টাকা! আগামী সপ্তাহেই ৫-৬ জনকে তলব ED-র
এদিন শিক্ষামন্ত্রী আরও জানান, গত ১০ মার্চ সংগ্রামী যৌথ মঞ্চের ধর্মঘটের দিন যেসব শিক্ষক শিক্ষিকা অনুপস্থিতি ছিলেন, তাঁদের বিরুদ্ধে স্থানীয় স্তরে এখনই পদক্ষেপ করতে রাজি নয় রাজ্য। নবান্ন থেকে কোনও নির্দেশ এলে কোনও রকম দেরি না করে সেই পদক্ষেপ করা হবে। তবে, ডিএ-র দাবিতে সরকারি কর্মচারীদের ধর্মঘটের দিন প্রায় ৭৮ শতাংশ শিক্ষক-শিক্ষিকা স্কুলগুলিতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 17, 2023 8:18 PM IST