Bird Flu: অন্ধ্রে বাড়ছে বার্ড ফ্লু, সতর্ক রাজ্যও চলছে নজরদারি
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
এ রাজ্যে ডিম ও খুব নগণ্য আসে । যেহেতু পশ্চিমবঙ্গই এখন নিজেই ডিম উৎপাদন করে অন্যান্য রাজ্যে রফতানি করে না।
কলকাতা: অন্ধ্রপ্রদেশে বাড়তে থাকা বার্ড ফ্লু নিয়ে এবার সতর্ক হল রাজ্য। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত সতর্কতামূলক নজরদারি রাখা হচ্ছে গোটা পরিস্থিতির ওপর। অন্ধ্রপ্রদেশ থেকে এখন এ রাজ্যে মুরগির মাংস আসে না। এ রাজ্যে ডিম ও খুব নগণ্য আসে ।
আরও পড়ুন: জোকা ইএসআই হাসপাতালে উদ্ধার হওয়া মাংস কোন প্রাণীর? ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য
যেহেতু পশ্চিমবঙ্গই এখন নিজেই ডিম উৎপাদন করে অন্যান্য রাজ্যে রফতানি করে না। এক্ষেত্রে কোনো আশঙ্কা দেখছে না রাজ্যের প্রাণী সম্পদ দফতর কারণ এটি যেহেতু পার্শ্ববর্তী রাজ্য নয়।
আরও পড়ুন: শীতের শেষে বৃষ্টিপাতের বিশাল খেলা! ২ দিনে ২১ জেলায় ঝড়জলের সতর্কতা IMD-র
ইতিমধ্যেই তেলেঙ্গানা বর্ডার সিল করা হয়েছে। তাই আপাতত আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলেই জানানো হয়েছে রাজ্যের পক্ষ থেকে। যদিও গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। প্রাণীসম্পদ দফতর সূত্রে এমনই খবর।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 14, 2025 9:17 PM IST