Joka ESI Hospital Update: জোকা ইএসআই হাসপাতালে উদ্ধার হওয়া মাংস কোন প্রাণীর? ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য

Last Updated:

এ দিন সকালে জোকা ইএসআই হাসপাতালের ভিতরে একটি কুকুরকে বস্তায় ভরা ওই মাংস টানাটানি করতে দেখা যায়৷ হাসপাতালের ক্যান্টিনের কর্মীরা প্রথম এই দৃশ্য দেখেন৷

জোকা ইএসআই হাসপাতালে পুলিশ৷
জোকা ইএসআই হাসপাতালে পুলিশ৷
কলকাতা: হাসপাতালের পিছনে বস্তা নিয়ে টানাটানি করছিল একটি কুকুর৷ বস্তার ছিঁড়ে বেরিয়ে আসছিল মাংসের টুকরো৷ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল জোকার ইএসআই হাসপাতালে৷ ওই মাংস আদৌ কোনও পশুর না কি মানুষের, তা নিয়েই ছড়িয়েছিল সংশয়৷
শেষ পর্যন্ত অবশ্য ওই মাংস পরীক্ষা করে যে তথ্য উঠে এল, তাও যথেষ্ট চাঞ্চল্যকর৷ উদ্ধার হওয়া মাংসের ময়নাতদন্তের পর চিকিৎসকরা জানিয়েছেন, ওই মাংস সম্ভবত কোনও সরীসৃপের৷ প্রাথমিক অনুসন্ধানে চিকিৎসকদের ধারণা, গোসাপের মাংস এবং হাড় ভরা ছিল ওই বস্তায়৷
advertisement
advertisement
যদিও কীভাবে গোসাপের ছাল ছাড়ানো মাংস ওই বস্তার ভিতরে ভরা অবস্থায় জোকা ইএসআই হাসপাতালে এল, তা ভাবিয়ে তুলেছে পুলিশকে৷ কোথা থেকে ওই মাংস এল, তা জানতে মামলা রুজু করে তদন্ত শুরু করতে চলেছে পুলিশ৷
এ দিন সকালে জোকা ইএসআই হাসপাতালের ভিতরে একটি কুকুরকে বস্তায় ভরা ওই মাংস টানাটানি করতে দেখা যায়৷ হাসপাতালের ক্যান্টিনের কর্মীরা প্রথম এই দৃশ্য দেখেন৷ এর পরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনেন তাঁরা৷ হাসপাতাল থেকেই খবর দেওয়া হয় ঠাকুরপুকুর থানায়৷ মাংস এবং হাড় ভর্তি ওই বস্তা উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Joka ESI Hospital Update: জোকা ইএসআই হাসপাতালে উদ্ধার হওয়া মাংস কোন প্রাণীর? ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement