Shantipur Hospital Controversy: বমি করে ফেলল ৫ বছরের অসুস্থ মেয়ে, বাবাকে দিয়ে পরিষ্কার করালেন চিকিৎসক! শান্তিপুর হাসপাতালের ঘটনায় নিন্দার ঝড়

Last Updated:

এই ঘটনা প্রকাশ্যে আসতেই অবশ্য কড়া তৎপর হয়েছে স্বাস্থ্য দফতর৷ শান্তিপুর হাসপাতালের ঘটনায় নদিয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে৷

মেয়ের বমি পরিষ্কার করছেন বাবা, শান্তিপুর হাসপাতালের ঘটনায় নিন্দার ঝড়৷
মেয়ের বমি পরিষ্কার করছেন বাবা, শান্তিপুর হাসপাতালের ঘটনায় নিন্দার ঝড়৷
রঞ্জিৎ সরকার, শান্তিপুর: সরকারি হাসপাতালে চরম অমানবিকতার অভিযোগ। চিকিৎসা করাতে এসে পাঁচ বছরের শিশুকন্যা বমি করে ফেলায় চিকিৎসকের রোষের মুখে পড়লেন বাবা! অভিযোগ, অসুস্থ শিশুকন্যার বমি পরিষ্কার করানো হয় ওই ব্যক্তিকে দিয়ে৷ এই ঘটনায় কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে হাসপাতালের সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন সমীর শীল নামে ওই ব্যক্তি৷
শান্তিপুরের হরিপুর মেলেরমাঠ এলাকার বাসিন্দা সমর শীলের ৫ বছরের মেয়ে গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল৷ বমিও হচ্ছিল শিশুটির৷ গত বুধবার মেয়েকে নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসাপাতালে যান৷ অভিযোগ, তখনই জরুরি বিভাগের ভিতরে বমি করে ফেলে অসুস্থ শিশুটি৷
advertisement
advertisement
সমরবাবুর অভিযোগ, এর পরেই জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে ডেকে পাঠিয়ে বমি পরিষ্কার করতে বলেন৷ তিনি কেন বমি পরিষ্কার করবেন, তা জানতে চান শিশুটির বাবা৷ অভিযোগ, তখন চিকিৎসক জানান সুইপার নেই বলেই তাঁকে বমি পরিষ্কার করতে বলা হচ্ছে৷ কারণ তাঁর মেয়েই বমি করেছে৷
এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে, চিকিৎসকের সঙ্গে কথা বলতে বলতেই মেয়ের বমি পরিষ্কার করছেন শিশুকন্যার বাবা৷ সেই ভিডিও-তে ওই চিকিৎসককে শিশুটির বাবাকে বলতে শোনা যাচ্ছে, আপনি ট্রেনে বাসে যখন যান তখন মেয়ের বমি পরিষ্কার করেন না? জবাবে শিশুটির বাবা বলেন, ঠিক আছে আপনার ব্যবহার আমার খুব ভাল লাগল৷ ডাক্তারবাবুর সঙ্গে আমি তর্ক করব না, ডাক্তারবাবুরা ভগবানের সমান৷ তখন ওই চিকিৎসক বলেন, সুইপার নেই বলেই বলা৷
advertisement
বুধবার রাতে হাসপাতাল থেকে ফিরে এলেও গতকাল এই ঘটনার প্রতিবাদ করে হাসপাতাল সুপারের কাছে অভিযোগ দায়ের করেন সমর শীল নামে ওই ব্যক্তি৷ এমন ঘটনা ঘটে থাকলে তদন্ত করে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হাসপাতাল সুপার তারক বর্মন৷
advertisement
যে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ, সেই তন্ময় সরকারের দাবি, ওই শিশুকন্যার বাবা নিজে থেকেই মেয়ের বমি পরিষ্কার করার কথা বলেছিলেন, তাঁকে কোনও জোর করা হয়নি৷ ওই চিকিৎসকের কথায়, ‘এর পরেও তিনি যদি অভিযোগ করেন, কিছু বলার নেই৷’
এই ঘটনা প্রকাশ্যে আসতেই অবশ্য কড়া তৎপর হয়েছে স্বাস্থ্য দফতর৷ শান্তিপুর হাসপাতালের ঘটনায় নদিয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে৷ এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে নিন্দা করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Shantipur Hospital Controversy: বমি করে ফেলল ৫ বছরের অসুস্থ মেয়ে, বাবাকে দিয়ে পরিষ্কার করালেন চিকিৎসক! শান্তিপুর হাসপাতালের ঘটনায় নিন্দার ঝড়
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement