বউবাজারে চলছিল গোষ্ঠীদ্বন্দ্ব, বিবাদের সময় আচমকা অসুস্থ এক ব্যক্তি! দুপুর গড়াতেই তাঁর মর্মান্তিক মৃত্যু!

Last Updated:

কলকাতার বউবাজারে গোষ্ঠী সংঘর্ষে মোহাম্মদ এজহার আহমেদ (৪০) এর মৃত্যু। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা।

গোপাল চন্দ্র লেনে দুই গোষ্ঠীর বিবাদ, মৃত্যু ৪০ বছরের এক ব্যক্তির
গোপাল চন্দ্র লেনে দুই গোষ্ঠীর বিবাদ, মৃত্যু ৪০ বছরের এক ব্যক্তির
কলকাতা: শহরের মাঝখানে আবারও রক্তচাপ বাড়ানো সংঘর্ষ। আজ সকালে বউবাজার থানার অন্তর্গত গোপাল চন্দ্র লেনে দুই গোষ্ঠীর মধ্যে প্রবল বিবাদের জেরে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম মোহাম্মদ এজহার আহমেদ (৪০)।
প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল প্রায় ১০টা ৩০ মিনিট থেকে ১১টার মধ্যে শুরু হয় এই গোষ্ঠীদ্বন্দ্ব। বিবাদের সময় আচমকাই এজহার আহমেদ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে তৎক্ষণাৎ কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
advertisement
দুপুর গড়াতেই দুঃসংবাদ—বিকেল সাড়ে চারটে নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরপরই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।
advertisement
তবে, মৃতের মৃত্যুর প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
এজহারের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, এবং প্রাথমিক ফরেনসিক রিপোর্ট সামনে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছে তদন্তকারী অফিসারেরা।
এই ঘটনায় এলাকায় স্বাভাবিকভাবেই কিছুটা উত্তেজনা ছড়িয়েছে। তবে কোনও অশান্তি ছড়িয়ে পড়ার আগেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়ভাবে গোষ্ঠী সংঘাতের কারণ নিয়েও খোঁজখবর নেওয়া শুরু হয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বউবাজারে চলছিল গোষ্ঠীদ্বন্দ্ব, বিবাদের সময় আচমকা অসুস্থ এক ব্যক্তি! দুপুর গড়াতেই তাঁর মর্মান্তিক মৃত্যু!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement