Amrit Bharat Station Scheme: দারুণ উদ্যোগ ! রাজ্যের ২৮টি স্টেশনের লুক হতে চলেছে বিমানবন্দরের ধাঁচে

Last Updated:

অমৃতভারত প্রকল্পে বাছাই এই সব স্টেশন। প্রধানমন্ত্রী মোদির হাতেই শিলান্যাস ৷ 

রাজ্যের ২৮টি স্টেশনের লুক হতে চলেছে বিমানবন্দরের ধাঁচে
রাজ্যের ২৮টি স্টেশনের লুক হতে চলেছে বিমানবন্দরের ধাঁচে
আবীর ঘোষাল, কলকাতা: লোকসভা ভোটের আগে রাজ্যের ২৮ স্টেশন রেল মন্ত্রকের নজরে ৷ পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের ১৬টি স্টেশন, এ ছাড়া আসানসোল, মালদহ ডিভিশন মিলিয়ে আরও ১২টি স্টেশন বাছাই করা হয়েছে। যদিও রেল মন্ত্রকের আধিকারিকরা জানাচ্ছেন, দেশের বিভিন্ন স্টেশন আধুনিকীকরণের কাজ হাতে নিয়েছে রেল। তাই পূর্ব রেলের এই ২৮ স্টেশনের লুক হতে চলেছে বিমানবন্দরের মতই।
শিয়ালদহ ও হাওড়া ডিভিশনের একাধিক স্টেশনের মান উন্নয়ন করে তা ঢেলে সাজানো হবে। এই আবহে অমৃতভারত স্টেশন প্রকল্পের অধীনে ৪৫৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাংলার জন্য। জানা গিয়েছে, শিয়ালদহ ডিভিশনের মোট ৭টি স্টেশন এবং হাওড়া স্টেশনের ৯টি স্টেশনকে আধুনিক রূপে গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্পের শিলান্যাস করবেন আগামী রবিবার। বাংলা ছাড়াও বিহার ও ঝাড়খন্ডের একাধিক স্টেশন এই প্রকল্পের আওতায় আসতে চলেছে। শিয়ালদহ ডিভিশনের শিয়ালদহ, চাঁদপাড়া, শান্তিপুর, বেথুয়াডহরি, বহরমপুর, ব্যারাকপুর ও কৃষ্ণনগর স্টেশনকে নতুন রূপে সাজিয়ে তোলা হবে। এ ছাড়া হাওড়া ডিভিশনের শেওড়াফুলি, তারকেশ্বর, বর্ধমান, রামপুরহাট, বোলপুর, অম্বিকা, কালনা, নবদ্বীপ, কাটোয়া এবং আজিমগঞ্জ স্টেশনকে সাজানো হবে অত্যাধুনিক ভাবে।
advertisement
advertisement
যাত্রী স্বাচ্ছন্দ্যের উপরও বিশেষ করে নজর দেওয়া হবে। যাত্রী প্রতিক্ষালয়গুলিতে আধুনিকতম পরিষেবা গড়ে তোলা হবে। নানা ধরনের সুযোগ সুবিধা থাকবে সেই স্টেশনগুলিতে। স্টেশনকেন্দ্রিক ব্যবস্থাকে উন্নত করার উদ্যোগও নেওয়া হবে। বলা ভাল স্টেশনগুলি দেখতে হবে বিমানবন্দরের মতো। থাকবে ওয়াই-ফাই। থাকবে একাধিক ব্র‍্যান্ডেড শপ। এ ছাড়া থাকবে পার্কিংয়ের সুবিধাও।
advertisement
ইতিমধ্যেই রেল ব্যবস্থাকে আধুনিকীকরণের কাজ হচ্ছে গোটা দেশ জুড়ে ৷ সিগন্যালিং ব্যবস্থা থেকে লাইনের পরিকাঠামো মানোন্নয়নের কাজ চলছে৷ আবার বন্দেভারত এক্সপ্রেসের মতো স্পেশাল ট্রেন চলছে। ধাপে ধাপে স্লিপার ক্লাস বন্দেভারত এক্সপ্রেস চলবে। এছাড়া দেশজুড়ে একাধিক মেট্রো নির্মাণের কাজও চলছে। তবে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের যে সব স্টেশন আছে সেগুলি বাণিজ্যিক ভাবেও গুরুত্বপূর্ণ। তাই এই সব স্টেশন বাছাই করা হয়েছে বলে সূত্রের খবর৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Amrit Bharat Station Scheme: দারুণ উদ্যোগ ! রাজ্যের ২৮টি স্টেশনের লুক হতে চলেছে বিমানবন্দরের ধাঁচে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement