Amrit Bharat Express fare: ৩৫ টাকা থেকে শুরু, অমৃত ভারত এক্সপ্রেসের টিকিটের দাম কত? দেখুন তালিকা

Last Updated:
বাংলা থেকেও চলবে অমৃত ভারত ছবি- পিটিআই
বাংলা থেকেও চলবে অমৃত ভারত ছবি- পিটিআই
কলকাতা: বন্দে ভারতের পর এবার যাত্রা শুরু করবে অমৃত ভারত এক্সপ্রেস৷ এ রাজ্যের মালদহ থেকে বেঙ্গালুরুর মধ্যেও চলবে একটি অমৃত ভারত এক্সপ্রেস৷ কিন্তু নতুন এই ট্রেনের ভাড়া কত রেখেছে রেল?
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, অন্যান্য মেল, এক্সপ্রেস ট্রেনের তুলনায় অমৃত ভারত এক্সপ্রেসের একই শ্রেণির ভাড়া ১৫ থেকে ১৭ শতাংশ বেশি রেখেছে রেল৷ এক রেল কর্তার কথায়, অন্য ট্রেনে অসংরক্ষিত কামরার যা ভাড়া, সেই তুলনায় অমৃত ভারত এক্সপ্রেসের অসংরক্ষিত কামরার ভাড়া ১৭ শতাংশ ভাড়া বেশি রাখা হয়েছে৷
রেল কর্তারা বলছেন, অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনে অনেক বেশি আরামদায়ক যাত্রা করতে পারবেন যাত্রীরা৷ সুযোগ-সুবিধাও হবে বেশি৷ সেই কারণেই ভাড়া অন্যান্য ট্রেনের তুলনায় বেশি রাখা হয়েছে৷
advertisement
advertisement
আগামিকাল, ৩০ ডিসেম্বর প্রথম দুটি বন্দে ভারত ট্রেন চালু হবে৷ একটি ট্রেন চলবে নিউ দিল্লির আনন্দ বিহার স্টেশন থেকে অযোধ্যা হয়ে বিহারের দ্বারভাঙা পর্যন্ত৷ দ্বিতীয় ট্রেনটি চলবে মালদহ এবং বেঙ্গালুরুর মধ্যে৷
advertisement
অমৃত ভারত এক্সপ্রেসের দ্বিতীয় শ্রেণির কামরায় ৫০ কিলোমিটার পর্যন্ত ন্যূনতম ভাড়া বা বেস ফেয়ার রাখা হয়েছে ৩৫ টাকা৷ অন্যান্য মেল এক্সপ্রেস ট্রেনে এই ভাড়াই ৩০ টাকা৷ অন্যদিকে স্লিপার কামরায় অমৃত ভারত এক্সপ্রেসে ১৫ কিলোমিটার যাত্রার ভাড়া পড়বে ৪৬ টাকা, ৫০ কিলোমিটার যেতে ভাড়া দিতে হবে ৬৫ টাকা৷
অমৃত ভারত এক্সপ্রেসের দ্বিতীয় শ্রেণিতে ৫ হাজার কিলোমিটার পর্যন্ত ভাড়া রাখা হয়েছে ৯৩৩ টাকা৷ স্লিপার শ্রেণিতে এই ভাড়া পড়বে ১৪৬৯ টাকা৷
advertisement
তবে এগুলো সবই বেস ফেয়ার বা ন্যূনতম ভাড়া৷ এর সঙ্গে সুপারফাস্ট সারচার্জ, রিজার্ভেশন ফি-র মতো খরচ যুক্ত হবে৷
অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনে কোনও এসি কামরা থাকছে না৷ এই প্রথম পুশ পুল পদ্ধতিতে কোনও যাত্রীবাহী ট্রেন চলবে৷ অর্থাৎ ট্রেনের সামনের মতো একেবারে শেষে একটি শক্তিশালী ইঞ্জিন থাকবে৷ এই পদ্ধতিতে ট্রেনের গতি বাড়ানো এবং গতি কমের প্রক্রিয়া অনেক দ্রুত হবে৷ অমৃত ভারত এক্সপ্রেসের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ১৩০ কিলোমিটার৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Amrit Bharat Express fare: ৩৫ টাকা থেকে শুরু, অমৃত ভারত এক্সপ্রেসের টিকিটের দাম কত? দেখুন তালিকা
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement