Ram Mandir 2024: খরচ ১৮ হাজার কোটি, রাম মন্দির নির্মাণে কত টাকা দিয়েছেন ভিক্ষুকরা?

Last Updated:

শ্রী রাম মন্দির তীর্থ ট্রাস্টের জন্য আরএসএস যে তহবিল সংগ্রহ করছিল, তাতে প্রয়াগরাজ এবং কাশির প্রায় ৩০০ ভিক্ষুকও অর্থ দান করেন৷

অযোধ্যায় উদ্বোধনের অপেক্ষায় রাম মন্দির৷ ছবি- পিটিআই
অযোধ্যায় উদ্বোধনের অপেক্ষায় রাম মন্দির৷ ছবি- পিটিআই
অযোধ্যা: রাম মন্দিরের উদ্বোধনের আগে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে৷ রাম মন্দির নির্মাণে গোটা বিশ্ব থেকেই অনুদান দিয়েছেন ভক্তরা৷ যার যেমন ক্ষমতা, সেই অনুযায়ী মন্দির নির্মাণে দান করেছেন৷ সূত্রের খবর, কাশি এবং প্রয়াগরাজের ভিক্ষুকরাও রাম মন্দির নির্মাণে প্রায় ৪ লক্ষ টাকা দান করেছেন৷
শ্রী রাম মন্দির তীর্থ ট্রাস্টের জন্য আরএসএস যে তহবিল সংগ্রহ করছিল, তাতে প্রয়াগরাজ এবং কাশির প্রায় ৩০০ ভিক্ষুকও অর্থ দান করেন৷ তাঁদের সেই উদ্যোগকে স্বীকৃতি দিতে রামলালার মূর্তি প্রতিষ্ঠার অনুষ্ঠানে ওই ভিক্ষুকদেরও আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
advertisement
advertisement
কিছু দিন আগে পর্যন্ত রাম মন্দির ট্রাস্ট মাসিক ১ কোটি টাকা করে অনুদান পেত৷ অনাবাসী ভারতীয়রাও এই ট্রাস্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ দান করেছেন৷ রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, অযোধ্যায় তাদের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা জমা ছিল৷
advertisement
রাম মন্দির নির্মাণে সবমিলিয়ে ১৮ হাজার কোটি টাকা খরচ হওয়ার কথা৷ আগামী ২৪ জানুয়ারি রাম মন্দিরে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হবে৷ ২৪ জানুয়ারি মন্দিরের দ্বারোদঘাটন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
বাংলা খবর/ খবর/দেশ/
Ram Mandir 2024: খরচ ১৮ হাজার কোটি, রাম মন্দির নির্মাণে কত টাকা দিয়েছেন ভিক্ষুকরা?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement