Ram Mandir 2024: খরচ ১৮ হাজার কোটি, রাম মন্দির নির্মাণে কত টাকা দিয়েছেন ভিক্ষুকরা?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
শ্রী রাম মন্দির তীর্থ ট্রাস্টের জন্য আরএসএস যে তহবিল সংগ্রহ করছিল, তাতে প্রয়াগরাজ এবং কাশির প্রায় ৩০০ ভিক্ষুকও অর্থ দান করেন৷
অযোধ্যা: রাম মন্দিরের উদ্বোধনের আগে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে৷ রাম মন্দির নির্মাণে গোটা বিশ্ব থেকেই অনুদান দিয়েছেন ভক্তরা৷ যার যেমন ক্ষমতা, সেই অনুযায়ী মন্দির নির্মাণে দান করেছেন৷ সূত্রের খবর, কাশি এবং প্রয়াগরাজের ভিক্ষুকরাও রাম মন্দির নির্মাণে প্রায় ৪ লক্ষ টাকা দান করেছেন৷
শ্রী রাম মন্দির তীর্থ ট্রাস্টের জন্য আরএসএস যে তহবিল সংগ্রহ করছিল, তাতে প্রয়াগরাজ এবং কাশির প্রায় ৩০০ ভিক্ষুকও অর্থ দান করেন৷ তাঁদের সেই উদ্যোগকে স্বীকৃতি দিতে রামলালার মূর্তি প্রতিষ্ঠার অনুষ্ঠানে ওই ভিক্ষুকদেরও আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
advertisement
advertisement
কিছু দিন আগে পর্যন্ত রাম মন্দির ট্রাস্ট মাসিক ১ কোটি টাকা করে অনুদান পেত৷ অনাবাসী ভারতীয়রাও এই ট্রাস্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ দান করেছেন৷ রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, অযোধ্যায় তাদের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা জমা ছিল৷
advertisement
রাম মন্দির নির্মাণে সবমিলিয়ে ১৮ হাজার কোটি টাকা খরচ হওয়ার কথা৷ আগামী ২৪ জানুয়ারি রাম মন্দিরে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হবে৷ ২৪ জানুয়ারি মন্দিরের দ্বারোদঘাটন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 29, 2023 5:50 PM IST