রাম মন্দিরের উদ্বোধনের আগেই বদলে গেল অযোধ্যা স্টেশনের নাম! ঘোষণা রেলের

Last Updated:

আগামী ৩০ ডিসেম্বর অযোধ্যা ধাম জংশনের নবনির্মিত স্টেশন কমপ্লেক্সের পাশাপাশি বিমানবন্দরেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

অযোধ্যা জংশনের নাম বদল৷ ছবি- পিটিআই
অযোধ্যা জংশনের নাম বদল৷ ছবি- পিটিআই
অযোধ্যা: রাম মন্দিরের উদ্বোধনের আগে ঢেলে সাজানো হচ্ছে গোটা অযোধ্যাকে৷ এই উপলক্ষে অযোধ্যা জংশন স্টেশনেরও ভোল বদলে ফেলেছে রেল৷ আগামী ৩০ ডিসেম্বর নতুন করে সেজে ওঠা অযোধ্যা স্টেশনের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ তার আগে অযোধ্যা জংশন স্টেশনের নামও বদলে গেল৷ বিজ্ঞপ্তি জারি করে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার থেকে অযোধ্যা জংশনের নাম হল অযোধ্যা ধাম জংশন৷
অযোধ্যার বিজেপি সাংসদ লালু সিং-ও তাঁর এক্স হ্যান্ডেলে অযোধ্যা জংশনের নাম বদলের কথা জানিয়েছেন৷ তাঁর অবশ্য দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথেই মানুষের ভাবাবেগের কথা মাথায় রেখে অযোধ্যা জংশনের নাম বদলে অযোধ্যা ধাম জংশন করা হল৷
advertisement
advertisement
আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন৷ তার আগে আগামী ৩০ ডিসেম্বর অযোধ্যা ধাম জংশনের নবনির্মিত স্টেশন কমপ্লেক্সের পাশাপাশি বিমানবন্দরেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নতুন এই বিমানবন্দরের নাম দেওয়া হয়েছে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম আন্তর্জাতিক বিমানবন্দর৷ এর পাশাপাশি রাম মন্দিরের উদ্বোধনের আগে প্রস্তুতি পর্বও খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী৷
অযোধ্যা ধাম জংশনের নতুন স্টেশন ভবনে লিফট, এসক্যালেটর, ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, সিক রুম সহ সবধরনের অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে৷ স্থানীয় প্রশাসনের ধারণা, রাম মন্দিরের উদ্বোধনের পর প্রতিদিন ৫০ থেকে ৫৫ হাজার পর্যটক অযোধ্যায় রাম মন্দির দর্শনে আসবেন৷ এই বিপুল সংখ্যক মানুষের চাপ সামাল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন৷
advertisement
আপাতত স্টেশন এবং বিমানবন্দরের প্রথম পর্যায়ের কাজই শেষ হয়েছে৷ মন্দিরের আদলেই অযোধ্যা ধাম জংশন স্টেশনের বাইরে অংশকে গড়ে তোলা হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাম মন্দিরের উদ্বোধনের আগেই বদলে গেল অযোধ্যা স্টেশনের নাম! ঘোষণা রেলের
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement