রাম মন্দিরের উদ্বোধনের আগেই বদলে গেল অযোধ্যা স্টেশনের নাম! ঘোষণা রেলের

Last Updated:

আগামী ৩০ ডিসেম্বর অযোধ্যা ধাম জংশনের নবনির্মিত স্টেশন কমপ্লেক্সের পাশাপাশি বিমানবন্দরেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

অযোধ্যা জংশনের নাম বদল৷ ছবি- পিটিআই
অযোধ্যা জংশনের নাম বদল৷ ছবি- পিটিআই
অযোধ্যা: রাম মন্দিরের উদ্বোধনের আগে ঢেলে সাজানো হচ্ছে গোটা অযোধ্যাকে৷ এই উপলক্ষে অযোধ্যা জংশন স্টেশনেরও ভোল বদলে ফেলেছে রেল৷ আগামী ৩০ ডিসেম্বর নতুন করে সেজে ওঠা অযোধ্যা স্টেশনের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ তার আগে অযোধ্যা জংশন স্টেশনের নামও বদলে গেল৷ বিজ্ঞপ্তি জারি করে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার থেকে অযোধ্যা জংশনের নাম হল অযোধ্যা ধাম জংশন৷
অযোধ্যার বিজেপি সাংসদ লালু সিং-ও তাঁর এক্স হ্যান্ডেলে অযোধ্যা জংশনের নাম বদলের কথা জানিয়েছেন৷ তাঁর অবশ্য দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথেই মানুষের ভাবাবেগের কথা মাথায় রেখে অযোধ্যা জংশনের নাম বদলে অযোধ্যা ধাম জংশন করা হল৷
advertisement
advertisement
আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন৷ তার আগে আগামী ৩০ ডিসেম্বর অযোধ্যা ধাম জংশনের নবনির্মিত স্টেশন কমপ্লেক্সের পাশাপাশি বিমানবন্দরেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নতুন এই বিমানবন্দরের নাম দেওয়া হয়েছে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম আন্তর্জাতিক বিমানবন্দর৷ এর পাশাপাশি রাম মন্দিরের উদ্বোধনের আগে প্রস্তুতি পর্বও খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী৷
অযোধ্যা ধাম জংশনের নতুন স্টেশন ভবনে লিফট, এসক্যালেটর, ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, সিক রুম সহ সবধরনের অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে৷ স্থানীয় প্রশাসনের ধারণা, রাম মন্দিরের উদ্বোধনের পর প্রতিদিন ৫০ থেকে ৫৫ হাজার পর্যটক অযোধ্যায় রাম মন্দির দর্শনে আসবেন৷ এই বিপুল সংখ্যক মানুষের চাপ সামাল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন৷
advertisement
আপাতত স্টেশন এবং বিমানবন্দরের প্রথম পর্যায়ের কাজই শেষ হয়েছে৷ মন্দিরের আদলেই অযোধ্যা ধাম জংশন স্টেশনের বাইরে অংশকে গড়ে তোলা হয়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
রাম মন্দিরের উদ্বোধনের আগেই বদলে গেল অযোধ্যা স্টেশনের নাম! ঘোষণা রেলের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement