রাজ্যে আসছেন অমিত শাহ, দেখে নিন সফরসূচী

Last Updated:

ত্রিলোচন মাহাতো এবং দুলাল কুমার ৷ পুরুলিয়ায় মাত্র চারদিনের ব্যবধানে মৃত্যু হয়েছে এই দুই বিজেপি নেতার ৷ কিন্তু তা স্বত্ত্বেও রাজ্য এবং বিজেপির শীর্ষ নেতৃত্বরা কেন পুরুলিয়ায় আসছেন না ?

#কলকাতা: ত্রিলোচন মাহাতো এবং দুলাল কুমার ৷ পুরুলিয়ায় মাত্র চারদিনের ব্যবধানে মৃত্যু হয়েছে এই দুই বিজেপি নেতার ৷ কিন্তু তা স্বত্ত্বেও রাজ্য এবং বিজেপির শীর্ষ নেতৃত্বরা কেন পুরুলিয়ায় আসছেন না ? সেই নিয়ে ক্ষোভ দিনকে দিন বাড়ছিল দলের নিচু তলার কর্মীদের মধ্যে ৷ সেই ক্ষোভ হ্রাস টানতেই আগামী ২৭জুন দু’দিনের সফরে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷
সূত্রের খবর, আগামী ২৭ জুন বাংলায় আসছেন তিনি ৷ সেখানেই রাজ্যের বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ ৷ সাংগঠনিক বৈঠক ছাড়াও পুরুলিয়াতেও যাবেন অমিত ৷ দুই বিজেপি কর্মীর মৃত্যুর পর সেভাবে কোন কোনও কেন্দ্রীয় নেতা আসছিল না ৷ লেই নিয়ে দলের কর্মীদের ক্ষোভ আঁচ করেই রাতারাতি বাংলা সফরের পরিকল্পনা করেছেন তিনি ৷ এমনটাই মত রাজনৈতিক মহলের ৷ তাই কলকাতায় ২৭ জুন দলের সাংগঠনিক বৈঠক সেরেই ২৮ জুন তারাপীঠ হয়ে পুরুলিয়া যাবেন অমিত শাহ ৷
advertisement
এদিকে, অমিত শাহের বাংলা সফরের আগেই রাজ্য জুড়ে বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে প্রচার চালাবে বিজেপি ৷ ১৮ থেকে ১৮ জুন থেকে প্রচার শুরু করবে বিজেপি ৷ ২৪ জুন অবধি জেলা ও কলকাতায় প্রচার কর্মসূচি চালাবে তারা ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্যে আসছেন অমিত শাহ, দেখে নিন সফরসূচী
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement