Amit Shah: সিএএ কার্যকর হবেই, কেউ আটকাতেই পারবে না, চ্যালেঞ্জের সুরে বললেন অমিত শাহ

Last Updated:

Amit Shah: ২০১৯ সালে মোদি সরকার দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর সংসদের দু’কক্ষে পাশ হয়েছিল নাগরিক সংশোধনী বিল।

কলকাতা: ”সিএএ হবেই। কেউ আটকাতে পারবে না।” চ্যালেঞ্জের সুর অমিত শাহর গলায়। ১৪ এবং ১৯ সালের লোকসভা ভোটে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিয়েছিল বিজেপি। ২০১৯ সালে মোদি সরকার দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর সংসদের দু’কক্ষে পাশ হয়েছিল নাগরিক সংশোধনী বিল। কিন্তু এখনও রুল তৈরি করা হয়নি।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ন্যাশনাল লাইব্রেরিতে সোশ্যাল মিডিয়া স্বেচ্ছাসেবকদের এক অনুষ্ঠানে দাবি করেন,’সিএএ বিজেপির অঙ্গীকার।’ বঙ্গ সফরে এসে ফের সিএএ সওয়াল অমিত শাহের। রাজ্যে অবিলম্বে সিএএ ও এনআরসি কার্যকর করার দাবি আগেই তুলেছেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। তাঁর সাফ কথা ছিল, ‘সিএএ, এনআরসি কার্যকর করতেই হবে। না হলে উদ্বাস্তুরা বিজেপির সঙ্গে থাকবে না। মানুষের কাছে দিয়ে ভোট চাইতে পারব না’।
advertisement
এর আগে, মে মাসে রাজ্যে এসে সিএএ ইস্যুতে তৃণমূল কংগ্রেসের ভূমিকার তীব্র সমালোচনা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছিলেন, ‘মমতাদিদি আপনি তো চান অনুপ্রবেশ চলতে থাকুক। কিন্তু কান খুলে শুনে রাখুন শরণার্থীদের নাগরিকত্ব আমরা দেবই। আপনি কিচ্ছু করতে পারবেন না। সিএএ কার্যকর হবেই, কেউ আটকাতে পারবে না’।
advertisement
আর এ বার বঙ্গ সফরে এসে অমিত শাহ রীতিমতো চ্যালেঞ্জের সুরে বললেন, ‘দিদি প্রায়ই আমাদের উদ্বাস্তু ভাইদের সিএএ নিয়ে বিভ্রান্ত করেন। আমি এটা পরিষ্কার করে দিতে চাই যে সিএএ হল দেশের আইন, এবং কেউ এর বাস্তবায়ন আটকাতে পারবে না।’ সুকান্ত মজুমদারের থেকে শুভেন্দু অধিকারীরা বারবারই বলেন যে, চব্বিশের ভোটের আগেই সিএএ কার্যকর হবে। আর এ বার অমিত শাহ কোনও চূড়ান্ত সময়সীমা না দিলেও সাফ জানালেন, ‘সিএএ বাস্তবায়ন কেউ আটকাতে পারবে না।’ রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের কথায়, ‘চব্বিশের লোকসভা ভোটের কথা মাথায় রেখেই ফের সিএএ সওয়াল করলেন অমিত শাহ।’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Amit Shah: সিএএ কার্যকর হবেই, কেউ আটকাতেই পারবে না, চ্যালেঞ্জের সুরে বললেন অমিত শাহ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement