Amit Shah: তৃণমূলের চালে দিশেহারা বঙ্গ বিজেপিকে পথ দেখালেন অমিত শাহ! কী করলে 'খেলা' ঘুরবে, বলে দিলেন সেই রাস্তাই
- Published by:Suman Biswas
- Reported by:Susmita Mondal
Last Updated:
Amit Shah: অমিত শাহ বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করে SIR ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন।
কলকাতা: রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন বিশেষ নিবিড় সংশোধন বা SIR. ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত এই প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই কেন্দ্র ও রাজ্যের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। বিহার সহ একাধিক রাজ্যে এই SIR লাগু হলেও পশ্চিমবঙ্গ সরকার তথা শাসক দল তৃণমূল এর বিরুদ্ধে সরব হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামার পরিকল্পনা করেছে তৃণমূল। এই পরিস্থিতিতে অমিত শাহ বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করে SIR ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলা ফোকাস ইতিমধ্যেই নতুন করে নজর কেড়েছে রাজনৈতিক মহলের। তিনি চান, রাজ্যে SIR কার্যকর হলে তৃণমূল কীভাবে বিরোধিতা করছে, তার যুক্তিপূর্ণ জবাব দিতে সাংসদরা মাঠে নামুন। বিজেপি সূত্রে খবর, এবার এসআইআর নিয়ে পালটা আক্রমণের পথে হাঁটতে চলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। যেভাবে ভাষা আন্দোলনের নামে বাংলা-বাঙালি সহ এসআইআর ইস্যুকে হাতিয়ার করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ভোট ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, তাকে আটকানোর জন্য বিজেপি এবার আক্রমণের পথে হাঁটতে চলেছে।
advertisement
advertisement
বিজেপি সূত্রে খবর, এসআইআর নিয়ে এবার বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বে পৌঁছবে বাংলার ঘরে ঘরে। কোনও রকম ভুল বা মিথ্যে প্রচার নয়, এসআইআর কী, কেন তা প্রয়োজনে লিফলেট ছাপিয়ে মানুষের মধ্যে ঠিক বার্তা পৌঁছতে হবে এমনই বার্তা দেওয়া হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। এসআইআর সংক্রান্ত বিষয়ে তৃণমূলের পালটা প্রচারে অস্বস্তিতে পড়েছে বিজেপি। তাই অমিত শাহ বাংলার সাংসদদের সঙ্গে বৈঠক করে জানিয়েছেন, দ্রুত মাঠে নামুক রাজ্যের বিজেপি নেতৃত্ব।
advertisement
দিল্লির বৈঠকের পরেই কোন পথে আন্দোলন হবে, সেই নিয়ে দিনের দিন জেলা স্তরে বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন শাহ। সঙ্গে নির্দেশ দেন বৈঠক করারও। জানা গিয়েছে, রাজ্য জুড়ে তিরঙ্গা যাত্রা করার ডাক দিয়েছেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। একদিকে তৃণমূল যখন SIR ইস্যুতে সুর চড়াবে, সেই সময় তিরঙ্গা যাত্রা কর্মসূচিকেও হাতিয়ার করবে বাংলার বিজেপি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 06, 2025 8:18 PM IST