Amit Shah: ২৭ অক্টোবর কলকাতায় আসার সম্ভাবনা অমিত শাহের, তাঁর কী কী কর্মসূচি থাকতে পারে? জেনে নিন

Last Updated:

Amit Shah May Come on 27 October in Kolkata: বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করবেন তিনি।

২৭ অক্টোবর কলকাতায় আসার সম্ভাবনা অমিত শাহের (File Photo)
২৭ অক্টোবর কলকাতায় আসার সম্ভাবনা অমিত শাহের (File Photo)
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: সব কিছু ঠিকঠাক থাকলে আগামী রবিবার ২৭ অক্টোবর কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ‌বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করবেন তিনি। ‌সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে আগামী রবিবার সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে বিশেষ সাংগঠনিক বৈঠক রয়েছে।‌ সেখানেই অমিত শাহের যোগ দেওয়ার কথা।‌
আগামী বুধবার রাতে কলকাতায় আসার কথা ছিল অমিত শাহের ৷ নিউটনের পাঁচতারা হোটেলে রাত্রি বাস করার পর পরের দিন বৃহস্পতিবার দুটি সরকারি অনুষ্ঠান এবং শেষে সল্টলেকের সাংগঠনিক বৈঠকে যোগ দিয়ে তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা ছিল। ‌কিন্তু বিজেপি সূত্রের খবর, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই আগামী বুধবার বঙ্গ সফর বাতিল করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ‌
advertisement
advertisement
রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র তথা বিজেপির রাজ্য সভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ‘‘বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা অনুষ্ঠানে আগামী রবিবার যোগ দিতে অমিত শাহ কলকাতায় আসবেন।’’ তবে আগামী রবিবার দলের সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার সূচি অমিত শাহের প্রায় চূড়ান্ত হলেও তাঁর পূর্ব সুচি অনুযায়ী আরামবাগ এবং কল্যাণী হয়ে পেট্রাপোলের সরকারি অনুষ্ঠান হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। গোটা দেশজুড়ে বিজেপির সদস্যতা অভিযান জোর কদমে চললেও আরজি কর কাণ্ডের জেরে বাংলায় সেই কর্মসূচি কার্যত থমকে রয়েছে।‌
advertisement
অমিত শাহের উপস্থিতিতে সেই অভিযানে গতি আনতে চাইছে বঙ্গ পদ্ম শিবির। বিজেপির সাংগঠনিক সংবিধান অনুযায়ী প্রতি ছ’বছর অন্তর দলের সদস্য সংগ্রহ অভিযান করার নিয়ম। গত ১৬ অগাস্ট দলের সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা সদস্য সংগ্রহ অভিযানের ঘোষণা করেন। এর পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়ে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়। আর এবার ২৬ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলায় সদস্য সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে বড়সড় পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Amit Shah: ২৭ অক্টোবর কলকাতায় আসার সম্ভাবনা অমিত শাহের, তাঁর কী কী কর্মসূচি থাকতে পারে? জেনে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement