Amit Shah in Kolkata: 'মোদি যেন বলেন বাংলার জন্য প্রধানমন্ত্রী হয়েছি', বঙ্গবাসীকে 'হোমওয়ার্ক' দিয়ে গেলেন অমিত শাহ

Last Updated:

Amit Shah in Kolkata: অমিত শাহ জনগণের দিকে হাত তুলে প্রশ্ন করেন, '২০২৪-এ মোদিজিকে প্রধানমন্ত্রী বানাতে হবে কি না? ২০২৬-এ বাংলায় বিজেপি সরকার করতে হবে কি না?'

কলকাতায় অমিত শাহ
কলকাতায় অমিত শাহ
কলকাতা: বহু টানাপোড়েনের পর অবশেষে বুধবার কলকাতায় হল অমিত শাহর সভা। আর সেখানেই তিনি দাবি করলেন, ‘এত ভোট দিন ২০২৪ সালে যাতে মোদিজি বলেন বাংলার জন্যেই প্রধানমন্ত্রী হয়েছেন’। তাঁর দাববি, ‘বাংলাকে সোনার বাংলা করতে পরে কেবল বিজেপি কর্মী সমর্থকরা। বাংলায় এমন সরকার দরকার যে মোদিজিকে উন্নয়ন করার জন্য সুষ্ঠভূমি দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় মোদিজিকে উন্নয়ন করতে দিচ্ছে না দেবে না।’
তিনি জনগণের দিকে হাত তুলে প্রশ্ন করেন, ‘২০২৪-এ মোদিজিকে প্রধানমন্ত্রী বানাতে হবে কি না? ২০২৬-এ বাংলায় বিজেপি সরকার করতে হবে কি না?’ অমিত তৃণমূল কংগ্রেস বাকি দলগুলি মিলে বাংলাকে শেষ করছে। দুর্নীতি, অনুপ্রবেশ মমতা বন্দ্যোপাধ্যায় রুখতে পারেননি। অনুপ্রবেশের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সংসদ চলতে দিতেন না। সেই মমতা বন্দোপাধ্যায় এখন খোলাখুলি অনুপ্রবেশকারীদের আধার কার্ড দিচ্ছেন। যে বাংলায় রবীন্দ্রসঙ্গীত শোনা যেত এখন সেখানে বোমা বন্দুকের আওয়াজ শোনা যায়।’
advertisement
আরও পড়ুন: টানা ১৭ দিন পর হাড়ি চড়ল জয়দেবদের বাড়িতে, আজ বাবার হাতে শুধুই মাংস-ভাত
বুধবার কলকাতায় বিজেপির মেগা সমাবেশ৷ আর ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের এই মঞ্চ থেকেই দলীয় কর্মীদের সামনে একাধারে চব্বিশ এবং ছাব্বিশের নির্বাচনের সুর বেঁধে দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ৷ তবে, চব্বিশের কোনও ‘নির্দিষ্ট’ আসন সংখ্যা নয়, ছাব্বিশের আগে সরকার ‘বদলে’ দেওয়ার হুঁশিয়ারিও নয়, অমিত শাহ এবার দাবি করলেন, আগামী বিধানসভা নির্বাচনে বঙ্গে দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে ক্ষমতা দখল করবে বিজেপি৷
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে অমিত শাহের দাবি, ‘আপনি সন্ত্রাস করে জিতেছেন। তাও আমরা ৭৭ টি আসন পেয়েছি। আমরা ২০২৬ এ দুই তৃতীয়াংশ ভোট নিয়ে জিতব। ২০২৪ এ মানুষকে অনুরোধ করব এত সিট দিন যাতে মোদী বলেন আমি প্রধানমন্ত্রী হয়েছি বাংলার জন্য। কমিউনিস্ট, তৃণমূল বাংলার ভাল করতে পারে না। বাংলার ভাল, সোনার বাংলা তৈরির কাজ কেবল বিজেপির করবে।’
advertisement
সভার শেষ লগ্নে মঞ্চ থেকে অমিত শাহের হুঙ্কার, ‘ভ্রষ্টচারী মমতা সরকারকে হাটাবেন? মমতাকে হারাবেন? অনুপ্রবেশ রুখতে হবে ? CAA আনতে হবে? সীমা সুরক্ষিত করতে হবে। বাংলার গরীবের বিকাশ করতে হবে। যদি সব করতে হয় তবে মমতার সরকারকে উপড়ে ফেলে বিজেপি সরকার বানাতে হবে। মোদিজির অন্যতম লক্ষ্য বাংলার বিকাশ। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বিকাশ করতে দেবে না। মোদিজির নেতৃত্বে বিজেপি সরকার করুন।’
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Amit Shah in Kolkata: 'মোদি যেন বলেন বাংলার জন্য প্রধানমন্ত্রী হয়েছি', বঙ্গবাসীকে 'হোমওয়ার্ক' দিয়ে গেলেন অমিত শাহ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement