#কলকাতা: NRC নিয়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগ, অমিত শাহকে পাল্টা কটাক্ষ অমিত মিত্রের ৷ স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে পুজোর মুখে কলকাতা এসে আতঙ্ক ছড়ানোর অভিযোগ আনলেন রাজ্যের অর্থমন্ত্রী ৷ A, ইতিমধ্যেই মানুষ এই আতঙ্কে মরছেন, তার মধ্যে পুজোর সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বিবৃতি কেউ আশা করেননি ৷মঙ্গলবার কলকাতায় পুজো উদ্বোধনে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিক শাহ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে NRC নিয়ে মিথ্যে প্রচার চালানো অভিযোগ আনেন এবং একইসঙ্গে জানান, তৃণমূল বিরোধীতা করলেও বাংলায় নাগরিকপঞ্জী হবেই ৷ এরই পাল্টা শাহকে জবাব অমিত মিত্রের ৷ বলেন, ‘পুজোর সময় এসে আতঙ্ক ছড়িয়ে গেলেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amit Mitra, Amit Shah, Amit Shah NRC Comment, Assam NRC, Bengal NRC, BJP, NRC, TMC