Amartya Sen: জরুরি ভিত্তিতে কলকাতায় আসছেন অমর্ত্য সেন! কার সঙ্গে দেখা? ঘটনা শুনলে চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Amartya Sen: জমি বিতর্কে এখনও অনড় বিশ্বভারতী। শুনানিতে হাজিরা না থাকায় উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে!
কলকাতা: জরুরি ভিত্তিতে কলকাতায় আসছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। শুক্রবার সন্ধ্যাবেলায় কলকাতায় এসে পৌঁছবেন অমর্ত্য সেন। আপাতত রাজ্যে আসার কোন সূচি না থাকলেও মামলা সংক্রান্ত ও জমি সংক্রান্ত বিষয়ের জন্যই আজ কলকাতায় আসছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ। কলকাতায় এসে তিনি আইনজীবীদের সঙ্গে আলোচনা করতে পারেন বলে জানা গিয়েছে। শুক্রবার কলকাতায় রাতে থেকে আগামিকাল বীরভূম যেতে পারেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।
যদিও জমি বিতর্কে আপাতত স্বস্তিতে অর্মত্য় সেন। কীভাবে? জমি হস্তান্তর নিয়ে বিশ্বভারতীর নির্দেশে স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, ‘নিম্ন আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদক্ষেপ করতে পারবে না বিশ্বভারতী কর্তৃপক্ষ’।
advertisement
জমি বিতর্কে এখনও অনড় বিশ্বভারতী। শুনানিতে হাজিরা না থাকায় উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে! জমি হস্তান্তরের জন্য ৫ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছিল নোবেলজয়ীকে। নোটিসে স্পষ্ট উল্লেখ করা হয়েছিল, ৫ মে মধ্যে জমি হস্তান্তর না করলে উচ্ছেদ করা হবে। যদিও তা ঘটেনি বাস্তবে।
advertisement
বিশ্বভারতীর নির্দেশে স্থগিতাদেশ চেয়ে বীরভূম জেলা জজ কোটে মামলা করেছিলেন অমর্ত্য সেন। এদিকে, আদালতের শুনানিতে অনুপস্থিত ছিলেন বিশ্বভারতীর আইনজীবী। অমর্ত্য সেনের আইনজীবীর প্রশ্ন ছিল, হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর নিম্ন আদালত এই মামলা শুনতে পারে কি? সব মিলিয়ে সিউড়ি জেলা আদালতে পিছিয়ে যায় অর্মত্য সেনের জমি-মামলার শুনানি। এই পরিস্থিতিতে কলকাতায় আসছেন অমর্ত্য সেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 16, 2023 11:15 AM IST